বাংলা হান্ট ডেস্কঃ ‘তৃণমূলটা উঠে গিয়েছে, না না ওটা ভুল। তৃণমূলটা জোড়া ফুল। এখন সবাই কুল কুল’, ছন্দে ছন্দে এবার তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) রাজনৈতিক অবস্থান পরিষ্কার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একইসঙ্গে একের পর এক দুর্নীতি ইস্যুতে কোণঠাসা দলের হয়ে ব্যাট ধরার পাশাপাশি বিজেপি (Bharatiya Janata Party) সরকারের বিরুদ্ধে চরম কটাক্ষ ছুড়ে দিলেন তৃণমূল নেত্রী।
সাম্প্রতিক সময়ে এসএসসি থেকে শুরু করে প্রাথমিক টেট, কয়লা থেকে গরু পাচার, একের পর এক দুর্নীতি মামলায় অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য এবং অশোক সাহাদের মত একাধিক মন্ত্রী এবং শিক্ষা আধিকারিকরা হেফাজতে। এই পরিস্থিতিতে শাসক দলকে উদ্দেশ্য করে কটাক্ষ ছোড়ার পাশাপাশি প্রতিবাদে নেমেছে সিপিএম, কংগ্রেস এবং বিজেপির মতো বিরোধী দলগুলি।অবশেষে দলীয় অবস্থান স্পষ্ট করার পাশাপাশি তাদেরকেও কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী।
গতকাল বিজয়া সম্মেলনের একটি অনুষ্ঠানে যোগদান করার মাধ্যমে একাধিক বিষয় আলোকপাত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সিবিআই এবং ইডির মতো গোয়েন্দা সংস্থাগুলিকে যেভাবে ব্যবহার করে চলেছে বিজেপি, সেই বিষয়টি সামনে আনেন তিনি। প্রসঙ্গত, এর আগেও একাধিক সময় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রসঙ্গে বিজেপিকে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। সেই সূত্র ধরেই মমতা বলেন, “ক্ষমতায় আছে বলে এজেন্সি দেখাচ্ছে। কাল যদি না থাকে তাহলে এরাই গিয়ে কান মুলে দেবে। তৈরি থেকো।”
একই সঙ্গে দলীয় অবস্থান স্পষ্ট করে মুখ্যমন্ত্রী বলেন, “বিজয়ার অনুষ্ঠানে রাজনীতির বিষয়ে মুখ খুলবো না ঠিক করেছিলাম। তবে কয়েকটি কথা বলব। চারটি ডাণ্ডা নিয়ে ভেবেছিল, আমাদের দল উঠে যাবে। ওটা ভুল। তৃণমূলটা জোড়া ফুল। এখন সবাই কুল কুল।”
তিনি আরো বলেন, “সরকারকে বদনাম করার জন্য কয়েকটি ভিডিও বানিয়ে ষড়যন্ত্র করে চলেছে বিরোধী দলগুলি। তার ওপর ভাষার প্রয়োগ, কত বড় তিরন্দাজ যেন সবাই। কিন্তু আমরা এসব করি না, কারণ মানুষের কাছে আমরা দায়বদ্ধ।”
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর প্রসঙ্গ উঠে আসে মুখ্যমন্ত্রীর গলায়। মহাত্মা গান্ধীকে অসুর বানানো প্রসঙ্গে মমতা বলেন, “দুর্গাপুজোর নামে মহাত্মা গান্ধীকে অসুর বানিয়ে চলেছে। এটা অনুচিত। শান্তিতে দুর্গাপুজো পর্যন্ত করতে দেয় না। তবে এর শাস্তি আমরা দেব না, মানুষ দেবে।