দেবশ্রীকে প্রার্থী না করার কারণ খোলসা করলেন মমতা, অভিনেত্রীও দিলেন প্রতিক্রিয়া

বাংলাহান্ট ডেস্কঃ আগামী মঙ্গলবার ভোট তৃতীয়া (3rd Phase Assembly Election)। এই দফায় ৩১টি কেন্দ্রে ভোট গ্রহণ। যার মধ্যে রয়েছে রায়দিঘি। সেখান থেকে পরপর দুবার বিধায়ক হয়েছেন সদ্য তৃণমূলত্যাগী অভিনেত্রী দেবশ্রী রায়। শনিবার সেখানে নির্বাচনী প্রচারে গিয়ে তাঁকে (Debasree Roy) সংবাদের শিরোনামে তুলে আনলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা নিজেই। এদিন তিনি দেবশ্রী রায়কে একুশের নির্বাচনে টিকিট না দেওয়ার কারণ খোলসা করেন। যা শুনে বিদায়ী বিধায়কও দিলেন সমান প্রতিক্রিয়া।

উল্লেখ্য, তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষিত হওয়ার আগেই দেবশ্রী দলকে জানিয়ে দিয়েছিলেন তিনি আর রায়দিঘি আসনে লড়বেন না। তারপর ৫ মার্চ প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল। তবে সেই তালিকায় নিজের নাম না দেখে পরপর দুবারের বিধায়ক ১৫ মার্চ দল ছাড়ার সিদ্ধান্তের চিঠি পাঠান দলীয় নেতৃত্বকে। এরপর এদিন তিনি জানান, ‘অনেক কষ্টেই ওই রায়দিঘি আসনে জয় এনেছিলাম, মানুষ তাঁকে দেখেয় ভোট দিয়েছেন’। দেবশ্রী এও বলেন, ‘জানিনা এবার কী হবে! আমি আমার কাজ অর্থাৎ অভিনয় নিয়ে ব্যস্ত আছি’।

Denied ticket, two-time MLA Debasree Roy quits TMC | Elections News,The Indian Express

অন্যদিকে রায়দিঘিতে (Raidighi) প্রচারে গিয়ে তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee) বলেন, ‘দেবশ্রীকে নিয়ে রায়দিঘিতে অনেক ক্ষোভ রয়েছে, তাই তাঁকে প্রার্থী করিনি’। এ প্রসঙ্গে বিদায়ী বিধায়কও পাল্টা দিয়ে বলেন ‘আমিই রায়দিঘিতে প্রার্থী হতে চায়নি’। মমতা এদিন প্রচারে দেবশ্রীর নাম না উল্লেখ করে বলেন, ‘টোটো কেলেঙ্কারিতে নাম জোড়ানর জন্যই তাঁকে প্রার্থী করা হয়নি’। তবে এদিন দেবশ্রী এও বলেন যে, ‘রায়দিঘিতে তাঁকে নিয়ে কোনও ক্ষোভ নেই। যা আছে তা শাসকদলের কর্মীদের বিরুদ্ধে।

অন্যদিকে শাসকদলের অন্দরে কান পাতলে শোনা যায়, ‘টোটোকাণ্ড, এলাকায় না দেখতে পাওয়ার কারণে দেবশ্রীকে নিয়ে রায়দিঘির মানুষের বিস্তর অভিযোগ-অসন্তোষ ছিল। ” সেই মত এদিন প্রচারে গিয়ে মমতা বলেন, ‘দেবশ্রী রায়কে নিয়ে এলাকার মানুষের ক্ষোভ ছিল, তাই ওকে প্রার্থী করিনি। আর সেই রাগেই ও বিজেপিতে (BJP) যোগ দিয়েছে।’

সম্পর্কিত খবর