বাংলাহান্ট ডেস্কঃ একদিকে বাংলায় (west bengal) চলছে চার কেন্দ্রে উপনির্বাচন, আর অন্যদিকে গোয়া (goa) সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। গোয়ায় গিয়ে গোয়াবাসীকে তৃণমূলের ধর্মে দীক্ষিত করার জোর চেষ্টা চালাচ্ছে সবুজ শিবির। আর সেই চেষ্টাতেই আরও একটু ঘি দিতে বৃহস্পতিবার গোয়া গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বরাবরই তৃণমূলকে ‘হিন্দু বিরোধী’ আখ্যা দিয়ে এসেছে বিজেপি শিবির। তবে এবারও তার অন্যথা হল না। এবার সরাসরি এক ভিডিও ক্লিপিং তুলে ধরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এমনই অভিযোগ তুলল বিজেপির আইটি সেল।
স্যোশাল মিডিয়ায় একটি ছোট ভিডিও ক্লিপিং তুলে ধরেন অমিত মালব্য। আর যা দেখিয়েই মুখ্যমন্ত্রীকে হিন্দু বিরোধী আখ্যা দেয় গেরুয়া শিবির। স্যোশাল মিডিয়ায় শেয়ার করতেই রীতিমত ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।
Mamata Banerjee joins the long list of opposition leaders from Rahul, Akhilesh, Kejriwal, who have started temple hopping without any reverence, to whitewash the taint of appeasement.
At the Mangeshwar temple in Goa, she can be seen sprinkling the Charnamrit, which is to be had. pic.twitter.com/ESGjh0XtjU
— Amit Malviya (@amitmalviya) October 30, 2021
সেই ভিডিওতে দেখা যায়, গোয়ার মঙ্গেশ্বর মন্দিরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁর সঙ্গে উপস্থিত রয়েছেন আরও অনেকে। ওই মন্দিরে পুরোহিত মন্ত্র পড়ছেন এবং তাঁর সামনেই দাঁড়িয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর একহাতে রয়েছে ফোন এবং অন্য হাতে পুরোহিতের দেওয়ার ফুল নিলেন।
এরপর ওই ভিডিওতে দেখা যায়, মন্দিরের পুরোহিত চরণামৃতর ন্যায় কোন এক প্রকার তরল মুখ্যমন্ত্রীর হাতে দিতেই তিনি তা মাথার উপর থেকে ঘুরিয়ে ছিটিয়ে দেন। খানিকটা গঙ্গাজল ছেটানোর ভঙ্গিতেই তাঁকে সেটা করতে দেখা যায়। আর এই তরল পদার্থকেই চরণামৃত বলে দাবি করছে বিজেপি শিবির।
এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে স্যোশাল মিডিয়ায় অমিত মালব্য লেখেন, ‘গোয়ার মঙ্গেশ্বর মন্দিরে চরণামৃত ছেটাতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। রাহুল গান্ধী, অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়ালের মত বিরোধী নেতাদের তালিকায় এবার নথিভুক্ত হল মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও’।