সুখবর! আবেদন করলেই অ্যাকাউন্টে মিলবে ১০০০০ টাকা, বড় প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর একাধিক প্রকল্প চালু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা একাধিক সুবিধা পাচ্ছেন। বিনামূল্যে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য স্বাস্থ্য সাথী প্রকল্প থেকে শুরু করে লক্ষীর ভান্ডার, একাধিক প্রকল্পে বাজিমাত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

রাজ্য সরকার মাঝেমধ্যেই বিভিন্ন স্তরের মানুষের কথা চিন্তা করে প্রকল্প নিয়ে আসে। এই প্রকল্পগুলির সুবিধা পেয়ে থাকেন ৮ থেকে ৮০ সকলেই। সম্প্রতি রাজ্য বাজেটে লক্ষীর ভান্ডারের ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে। এর ফলে স্বভাবতই খুশি বাংলার মা-বোনেরা। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্পে বাড়ানো হয়েছে অনুদান।

আরোও পড়ুন : মোমো বানিয়েই এই মহিলা দুহাতে আনছেন টাকা! বাঁকুড়ার মেয়ে কাঁপিয়ে দিচ্ছে দুর্গাপুরের বাজারও

উচ্চমাধ্যমিক স্টুডেন্টদের সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে মোবাইল ফোন বা ট্যাব কেনার জন্য টাকা। এই অবস্থায় রাজ্যের কৃষকদের জন্য মমতার সরকারের একটি বড় প্রকল্প সম্পর্কে জানা যাচ্ছে।পশ্চিমবঙ্গ কৃষি নির্ভর রাজ্য। এই রাজ্যে অধিকাংশ মানুষ যুক্ত কৃষি কাজের সাথে। আমাদের রাজ্যে কৃষকদের অবস্থা খুব একটা ভালো না। 

আরোও পড়ুন : খরচ বাড়বে ভ্রমণের, ৫ বছর পর বড় সিদ্ধান্ত নিল রেল! এবার খসবে এত টাকা বেশি

মাঝেমধ্যেই বিভিন্ন অপ্রীতিকর ঘটনা আমরা দেখতে পাই। এমন অবস্থায় কৃষকদের জন্য রাজ্য সরকার একটি আকর্ষণীয় প্রকল্প নিয়ে এসেছে। পশ্চিমবঙ্গের বাসিন্দারা এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন। আবেদন জানানোর ক্ষেত্রে নূন্যতম বয়স হতে হবে ১৮ বছর। নিকটবর্তী বিডিও অফিস কিংবা গ্রাম পঞ্চায়েত অফিসে  গিয়ে এই প্রকল্পের আবেদন পত্র সংগ্রহ করতে হবে।

mamata banerjee karmashree scheme

আবেদন পত্র পূরণ করে সংশ্লিষ্ট অফিসে জমা দিতে হবে। এর সাথে দিতে হবে প্রয়োজনীয় নথি।আবেদনকারীর এমন কিছু প্রমাণ থাকতে হবে যা তাকে কৃষক বলে চিহ্নিত করে। সেক্ষেত্রে জমির পর্চা, জমির দলিল, পাট্টা ইত্যাদি থাকলেই চলবে। গ্রাম পঞ্চায়েত প্রধানের সুপাররিশ বা ওয়ারিশ সার্টিফিকেট ও জমির কাগজপত্র থাকতে হবে। এছাড়াও থাকতে হবে ব্যাংক অ্যাকাউন্ট ও অন্যান্য সাধারণ নথি।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর