‘আপনাকে অ্যাটাক করতে পারিনি বলেই…’! মমতা শাড়ি-পাঞ্জাবি পাঠাতেই খোলা চিঠি রূপাঞ্জনার

বাংলা হান্ট ডেস্কঃ উনিশের লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। সেইসময় রাজ্য সরকারের বিরুদ্ধে বহুবার সরব হতে দেখা গিয়েছিল তাঁকে। এবার তিনিই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamat Banerjee) খোলা চিঠি লিখলেন। সম্প্রতি সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রীর দেওয়ার উপহারের ছবি শেয়ার করে এই খোলা চিঠি লেখেন ‘অনুরাগের ছোঁয়া’র লাবণ্য।

  • মমতাকে (Mamata Banerjee) লেখা চিঠিতে কী লিখলেন রূপাঞ্জনা?

সম্প্রতি সমাজমাধ্যমে একটি ছবি শেয়ার করেন রূপাঞ্জনা (Rupanjana Mitra)। সেখানে দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর কাছ থেকে দুর্গাপুজোর উপহার পেয়েছেন তিনি। অভিনেত্রীর জন্য একটি শাড়ি এবং তাঁর স্বামীর জন্য পাঞ্জাবি পাঠিয়েছেন মমতা।

সেগুলির ছবি শেয়ার করে পর্দার লাবণ্য লেখেন, ‘মাননীয়া, ২০০৭ থেকে আপনাকে লড়াইয়ের ময়দানে দেখেছি। তখন স্বল্প বয়স আমারও, তাই আবেগের সুনামিতে আমিও গা ভাসিয়েছিলাম। তারপর একটা গোটা দশক অনেককিছু শুনলাম, দেখলাম, বুঝলাম… জানার ইচ্ছা আরও বাড়লো বলেই কিছু বছর রাজনীতির সঙ্গে ছিলাম, অবশ্যই অন্য এক দলে’।

আরও পড়ুনঃ বরখাস্ত অতীত, পুনর্বহালের নির্দেশ! হাইকোর্টের দ্বারস্থ হতেই কপাল খুলল শিক্ষিকার

রূপাঞ্জনার দাবি, প্রথমদিনই নাকি তাঁদের বলা হয়েছিল মমতাকে, তাঁর নাম-সম্মানকে আক্রমণ করতে হবে। কারণ তাঁর নামটাই ওনাদের কাছে ‘থ্রেট’। অভিনেত্রী লেখেন, ‘আপনাকে আর আপনার নামকে অ্যাটাক করতে পারিনি বলে নিজে ছেড়ে দিলাম দল। আপনার কাছে শুধু একটাই আবেদন, আপনি আরও সংবেদনশীল হন, যাতে আমাদের পুরনো দিদিকে আমরা ফিরে পাই’।

Rupanjana Mitra

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে রূপাঞ্জনার আবেদন, ‘আপনার কাছে অনেকে পৌঁছতে চেয়েও পারে না। কারণ কিছু মধ্যেখানের সিলেক্টেড/ইলেক্টেড অল্ডারম্যানদের মতো বিশেষ লোকজনদের জন্য যারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য আপনার কাছে মানুষের কথা পৌঁছতে দেয় না বা হয়তো কোনোভাবে পৌঁছনো যায় না অনেক দরকারি বিষয়ে। আপনার পক্ষে সব জানা সম্ভব হয় না, কিন্তু আপনাকে দায় নিতে হবে সবের। তাই একজন এই রাজ্যের এবং এই দেশের নাগরিক হয়ে আপনার কাছে অনুরোধ রাখলাম, আপনি নিজে হাত বাড়িয়ে দিন যাতে আপনার সাথে মানববন্ধন আরও শক্তিশালী হয়’।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর