বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডে বর্তমানে উত্তাল রাজ্য রাজনীতি। তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের প্রতিবাদ এবং নারী সুরক্ষার দাবিতে ১৪ আগস্ট ‘রাত দখলে’র ডাক দিয়েছিলেন নারীরা। আর সেদিনই আরজি করে তাণ্ডব চালাল দুষ্কৃতীরা। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আরজি করে তাণ্ডব চালানোর নেপথ্যে মমতার (Mamata Banerjee) গুণ্ডাবাহিনী?
বুধবার মধ্যরাতে আরজি করে হামলার একটি ভিডিও শেয়ার করে শুভেন্দু লেখেন, ‘আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের নিকট অরাজনৈতিক একটি প্রতিবাদ মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের গুণ্ডাদের পাঠিয়েছিলেন। তিনি নিজেকে বিশ্বের সবচেয়ে বড় ধূর্ত মানুষ মনে করেন। কেউ বুঝতে পারবে না তিনিই প্রতিবাদকারীদের সঙ্গে দুষ্কৃতীদের মিশিয়ে আরজি করে হাসপাতালে হামলা চালিয়েছেন’।
Mamata Banerjee has sent her TMC goons to the apolitical Protest Rally near RG Kar Medical College and Hospital.
She thinks that she is the most shrewd person in the whole world and people won’t be able to figure out the cunning plan that her goons appearing as protestors would… pic.twitter.com/1CPI2f1KUr— Suvendu Adhikari (@SuvenduWB) August 14, 2024
পুলিশের বিরুদ্ধেও মারাত্মক অভিযোগ এনেছেন নন্দীগ্রামের বিধায়ক। শুভেন্দু (Suvendu Adhikari) লেখেন, ওই দুষ্কৃতীদের ‘সেফ প্যাসেজ’ দিয়েছিল পুলিশ। তাঁর দাবি, ‘পুলিশ হয় পালিয়েছে, আর নাহলে অন্য দিকে তাকিয়ে দেখেছে। যাতে গুণ্ডাবাহিনী হাসপাতালে ঢুকে তাণ্ডব চালাতে পারে এবং তথ্যপ্রমাণ নষ্ট করতে পারে, যাতে সেটা সিবিআইয়ের হাতে না পড়ে’।
আরও পড়ুনঃ মোবাইল কেনার টাকা দিচ্ছে সরকার! কবে অ্যাকাউন্টে ঢুকবে? রইল দুর্দান্ত প্রকল্পের নয়া আপডেট!
শুভেন্দুর দাবি, তৃণমূল ‘নির্বোধ’ গুণ্ডারা এই পরিকল্পনা ত্রুটিহীনভাবে বাস্তবায়িত করতে পারেনি। প্রতিবাদী রেসিডেন্ট ডাক্তার, পিজিটি এবং ইন্টার্নদের ধর্না মঞ্চ ভাঙচুরের সঙ্গেই তাঁদের পরিচয় প্রকাশ্যে চলে আসে। যারা আন্দোলন সমর্থন করতে এসেছেন, তাঁরা কেন আন্দোলনের উপকেন্দ্রে ভাঙচুর চালাবে? প্রশ্ন বিরোধী দলনেতার।
সবশেষে শুভেন্দু লেখেন, গোটা রাজ্যজুড়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ হলেও শুধুমাত্র আরজি করে কেন হামলার (RG Kar Hospital Attack) ঘটনা ঘটল? ‘রাজ্যপালের এই বিষয়ে অবিলম্বে হস্তক্ষেপ করা উচিত। তথ্যপ্রমাণ নষ্টের এই চেষ্টার বিষয়টি সিবিআইয়ের মাথায় রাখা উচিত’, দাবি করেন বিজেপি নেতা।
আরজি করে হামলার ঘটনা নিয়ে বুধবার রাত থেকেই উত্তপ্ত বাংলা। এবার এই ঘটনায় সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দিকে আঙুল তোলায় স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে। শুভেন্দুর এই পোস্ট ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা।