‘দ্রুত সুস্থ হয়ে ওঠো’, সুপারস্টার ‘ভাই’ শাহরুখের জন‍্য বিশেষ বার্তা ‘দিদি’ মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: করোনার (Corona) করাল গ্রাস থেকে মুক্তি পেলেন না শাহরুখ খানও (Shahrukh Khan)। দিন কয়েক আগে করন জোহরের জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন তিনি। আর রবিবার এসে পৌঁছাল তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর। সুদূর মুম্বই থেকে খবর আসতেই দ্রুত সুস্থ হয়ে ওঠার বার্তা পাঠালেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় (Mamata Banerjee)।

সোশ‍্যাল মিডিয়ায় করোনা আক্রান্ত হওয়ার খবর এখনো ঘোষনা করেননি শাহরুখ। তবে খবর বলছে, তাঁর পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। আপাতত মন্নতে নিজেকে আইসোলেশনে রেখেছেন শাহরুখ। খবর পেতেই উদ্বিগ্ন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়।


বারে বারে শাহরুখের প্রতি স্নেহ প্রকাশ করেছেন তিনি। কিং খানকে নিজের ‘ভাই’ বলে মানেন তিনি। অভিনেতাও ‘দিদি’ বলে ডাকেন মুখ‍্যমন্ত্রীকে। ভাইয়ের করোনা আক্রান্ত হওয়ার খবরে তাই স্বাভাবিক ভাবেই চিন্তিত তিনি। টুইটে সুস্থ হয়ে ওঠার বার্তা পাঠিয়েছেন মুখ‍্যমন্ত্রী।

তিনি লিখেছেন, ‘সবে মাত্র জানতে পারলাম আমাদের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান করোনা আক্রান্ত হয়েছেন। সুপারস্টারের দ্রুত সুস্থতা কামনা করি। ভাল হয়ে ওঠো শাহরুখ! যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে যাও!’

প্রসঙ্গত, খবর বলছে করন জোহরের ৫০ তম জন্মদিনের পার্টি থেকেই নতুন করে করোনা ছড়িয়েছে বলিউডে। সেখানে অন‍্যান‍্য তারকাদের সঙ্গে বিশেষ অতিথি হয়ে এসেছিলেন শাহরুখ খান, গৌরী খান। সেই পার্টির কয়েকদিন পরেই করোনা মাথাচাড়া দিয়ে উঠেছে মুম্বইতে। বলিউডি সংবাদ মাধ‍্যমের প্রতিবেদন দাবি করছে, করনের পার্টি ‘সুপার স্প্রেডার’ এর ভূমিকা পালন করেছে।

অর্থাৎ এই পার্টি থেকেই দ্রুত ছড়িয়ে পড়েছে করোনা। ৫০ জনেরও বেশি অতিথি আক্রান্ত হয়েছেন বলে খবর। সূত্রের খবর, করনের পার্টিতে যারা যারাই গিয়েছিলেন তাদের মধ‍্যে বেশিরভাগ করোনা নিয়ে ফিরেছেন। কিন্তু এখন মুখে কুলুপ এঁটে রয়েছেন তারা। যদিও করনের ঘনিষ্ঠ সূত্র সমস্ত দাবি নস‍্যাৎ করে দিয়েছে। করনের পার্টি থেকে কোনো করোনা ছড়ায়নি, দাবি সূত্রের।

সম্পর্কিত খবর

X