এবার আচরণবিধি ঠিক করে দিলেন মমতা, নিলেন বিধায়কদের ক্লাস নেবার পূর্বপ্রস্তুতি

বাংলা হান্ট ডেস্ক: তৃণমূল বৈঠকে বিধায়কদের জন্য আচরণবিধি নির্দিষ্ট করে দিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।শহিদ দিবসের প্রস্তুতিকে সামনে রেখে দলের বিধায়কদের বৈঠকে ডেকেছিলেন মমতা।তবে এ সভায় অধিকৎপ্রাধান্য পেল বিধায়কদের প্রতি দলনেত্রীর সতর্কবার্তা এবং আচরণবিধি সংক্রান্ত পরামর্শগুলি।

মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন যে কেউ নিজের এলাকায় বিরোধী দলের সঙ্গে সংঘর্ষে জড়াবেন না— বৃহস্পতিবারের বৈঠকে বিধায়কদের এই বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যখন তখন সংবাদমাধ্যমে মুখ খোলা যাবে না, আলটপকা মন্তব্য একেবারেই চলবে না—এ হেনই ছিল দলনেত্রীর নির্দেশপর্ব।

তাঁর ডাকা এ দিনের বৈঠকে হাজির ছিলেন না বেহালা পূর্বের বিধায়ক শোভন চট্টোপাধ্যায় এবং রাজারহাট-নিউটাউনের বিধায়ক সব্যসাচী দত্ত। মন্ত্রিত্ব এবং মেয়র পদ ছাড়ার পর থেকে দলের কোনও কর্মসূচিতেই যাচ্ছেন না শোভন। এ বার সেই তালিকায় সব্যসাচীর নামও জুড়ে গেল।

তবে ভোট কৌশলী প্রশান্ত কিশোরকে তৃণমূলের বৈঠকে দেখা যাচ্ছে ইদানীং।প্রায় এক ঘণ্টা প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠকে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। অবশেষে বিধায়কদের সঙ্গে বৈঠক শুরু করেন তৃণমূলের চেয়ারপার্সন।

সম্পর্কিত খবর