বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার আদ্যাপীঠে (Adyapeath Temple) মন ভরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গতকাল সাড়ে তিনটে নাগাদ আদ্যাপীঠে যান তৃণমূল সুপ্রিমো। স্বাভাবিকভাবেই তার আগমন ঘিরে সকাল থেকেই সাজ সাজ রব ছিল মন্দিরে। বেশ কয়েকদিন ধরে আদ্যাপীঠে পুজো দেওয়ার জন্য মন টানছিল। এরপরেই মন্দির কর্তৃপক্ষের কাছে পুজো দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। তারপর দেরী না করে গতকালই পৌঁছে যান আদ্যাপীঠে।
সেখানে গিয়ে নিজের হাতে আরতি করেন মুখ্যমন্ত্রী। তারপর বক্তব্যও রাখেন মমতা। কথায় কথায় এদিন মমতার মুখে উঠে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মা লতা বন্দ্যোপাধ্যায়ের (Lata Banerjee) প্রসঙ্গ। প্রথমে মুখ্যমন্ত্রী বলেন, ‘আজ আমি আদ্যাপীঠে এসেছি, আমি বাড়িতে রোজই আদ্যাস্তপ পাঠ করি। প্রতিদিন সকালে দেবতাদের পুজো করি।”
মমতা বলেন, “রোজ সকালে ঘুম থেকে উঠে আমার একটা সিংহাসন আছে। সেখানে আমার ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর মায়েরা আছে। পিতৃদেবতা, মাতৃদেবতা আছে। আমার সঙ্গে সকালে লতা ফুল তুলতে যায়। আমার সঙ্গেই থাকে। ও ফুলগুলো তুলে আনে। সেই ফুলগুলো তুলে এনে আমরা দুজনে সেগুলো ঠাকুরগুলোকে দিই।’
এরপরই ভাইপোর মাকে প্রশংসায় ভরিয়ে দেন মমতা। বলেন, ‘লতার পরিচয়টা দিয়ে দিই। ও আমার ভাইয়ের বউ। অভিষেকের মা। আমি যখন কোনও ধর্মকার্যে যায় তখনই লতাকে নিয়ে যায়। কারণ, আমার মনে হয় এসব ক্ষেত্রে একজন মহিলা সঙ্গে থাকা ভালো।’
প্রসঙ্গত, এদিন পুজো দেওয়ার পাশাপাশি মন্দির সংলগ্ন এলাকা ঘুরেও দেখেন মমতা। মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলেন মুখ্যমন্ত্রী। এদিন আদ্যাপীঠের তরফে একটি অ্যাম্বুল্যান্স ও অন্নদা অতিথি নিবাসের উদ্বোধন করেন নেত্রী। মায়ের দর্শন শেষে মমতা বলেন “আদ্যা মায়ের দর্শন সম্পন্ন হল। মা-সহ সমস্ত মাকে শ্রদ্ধা জানালাম মাতৃ মন্দিরে গিয়ে।”