আমার মুন্ডু কেটে নিন, এর চেয়ে বেশি DA পাবেন না! আন্দোলনকারীদের উদ্দেশ্যে সাফ বার্তা মমতার

বাংলাহান্ট ডেস্ক : ডিএ (Dearness Allowance) ইস্যুতে তোলপাড় শুরু হয়েছে সারা রাজ্যে। আগামী দশই মার্চ সরকারি কর্মীরা (State Government employees) ধর্মঘটের (Strike) জন্য প্রস্তুত হচ্ছে। তার আগে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন কর্মচারীদের উদ্দেশ্যে।

প্রায় স্পষ্টভাবে তিনি জানিয়ে দিলেন এর থেকে অতিরিক্ত ডিএ আর পাওয়া যাবে না।
আজ মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, “আর কত চাই? আর কত দিলে সন্তুষ্ট হবেন? আমার মুন্ডুটা এবার কেটে নিন, তাতে যদি সন্তুষ্ট হন।” এরই সাথে তাঁর মন্তব্য, “আমাকে পছন্দ না হলে আমার মুন্ডু কেটে দিন। কিন্তু এর থেকে বেশি আর পাবেন না।”

মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের প্রেক্ষিতে সরকারি কর্মীরা বলছেন, আমরা মুখ্যমন্ত্রীর কাটা মুন্ডুর জন্য আন্দোলন চালাচ্ছি না। এই আন্দোলন চলছে ন্যায্য অধিকারের জন্য। ওনাকে মনে রাখতে হবে মুখ্যমন্ত্রী হওয়ার আগে ২০১০ সালে উনি কি বলেছিলেন। উনি যে মুখ দিয়ে কথা বলছিলেন সেই কথা ওনাকে তো রাখতেই হবে।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারকে সীমাবদ্ধ আর্থিক অবস্থার মধ্যে দিয়ে চলতে হচ্ছে। তারপরেও তিন শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী সরব হন কেন্দ্রীয় সরকারের আর্থিক অবরোধ নিয়ে। অন্যান্য রাজ্যগুলির তুলনা টেনে তিনি বলেন, “অবসরপ্রাপ্তদের দেশের কোন অংশের রাজ্য পেনশন দেয় না। আমরা দিই। পেনশন কি তাহলে বন্ধ করে দেব?”

mamata da

মুখ্যমন্ত্রী বলেন পেনশনের টাকা না দিলে অনেক টাকা রাজ্য সরকারের হাতে থাকবে। সে ক্ষেত্রে তিনি মহার্ঘভাতা দিতে পারবেন। তিন শতাংশ ডিএ দিতে রাজ্য সরকারের বছর ২ হাজার কোটি টাকা খরচ হবে। সামগ্রিক পরিস্থিতিতে মমতা এদিন বলেছেন, এর চেয়ে বেশি তাঁর পক্ষে আর সম্ভব নয়।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর