বাংলাহান্ট ডেস্ক : কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক মুকুল রায় (Mukul Roy) এখন দিল্লিতে। মধ্যবর্তী সময়ে রাজনীতি থেকে দূরে থাকলেও ফের তিনি বিজেপিতে (Bharatiya Janata Party) যোগদান করতে পারেন বলে চলছে জল্পনা। এমন অবস্থায় মুকুল রায়কে নিয়ে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
আজ মুখ্যমন্ত্রী নবান্নে বলেন, “কে দিল্লি যাবে না বোম্বে যাবে সেটা তার নিজস্ব ব্যাপার। বিজেপির বিধায়ক এখনো উনি। সংবাদমাধ্যমে দেখেছি ওর ছেলে থানায় ডায়েরি করেছে। থানায় নিখোঁজ ডায়েরি হলে প্রশাসন তা খতিয়ে দেখবে। প্রয়োজনে তাকে উদ্ধার করবে।” তৃণমূলের জন্ম লগ্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলেন মুকুল রায়।
বলা বাহুল্য, তৃণমূলের চাণক্য বলা হতো তাকে। মুকুল রায়ের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থা ছিল চোখে পড়ার মতো। এহেন মুকুল রায় ২০১৮ সালে যোগদান করেন বিজেপিতে। ২০২১ সালের নির্বাচনের পর মুকুল রায় ফের ফিরে আসেন তৃণমূলে। এক সময়ের সেই বিশ্বস্ত সতীর্থকে নিয়ে আজ মুখ খুললেন মুখ্যমন্ত্রী।
মমতা বলেন, “এটা নিয়ে কিছু আমার বলা উচিত নয়। ওনার ছেলে থানায় নিখোঁজ ডায়েরি করে বলেছেন যে দুইজন ব্যক্তি তার বাবাকে নিয়ে চলে গেছেন। আপনারা ওর ছেলেকে জিজ্ঞেস করলেই সব থেকে ভালো হয়। বিজেপি কেমন আচরণ করছে তাহলেই জানতে পারবেন। ওকে হয়তো ভয় দেখানো হয়েছে।”
মুখ্যমন্ত্রী এদিন মুকুল রায়কে নিয়ে আরো বলেন, “উনি এখনো বিজেপির বিধায়ক। তাই ওকে নিয়ে আমি আর কিছু বলতে চাই না। এই বিষয়ে ওনার ছেলে বলতে পারবে। বিষয়টি খুবই ছোট, আমাদের এতে কিছু এসে যায় না। তবে আমার মনে হয় ওনার নিখোঁজ থাকার বিষয়টি বেশ গুরুতর।”