বাংলাহান্ট ডেস্ক : অনেক সময় পরোক্ষ ইঙ্গিত বা কথাবার্তা রাজনৈতিক সমীকরণ স্পষ্ট করে দেয়। বেঙ্গালুরুতে বিরোধীদের সভায় মঙ্গলবার যেন এমনটাই হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বক্তৃতা ও ছবি থেকে এটুকু পরিষ্কার জাতীয় স্তরে বিজেপি বিরোধী শক্তি হিসেবে তৃণমূল ও কংগ্রেস একসাথে লড়াই করবে।
কিন্তু রাজ্য স্তরে এই নিয়ম বা সূত্র প্রযোজ্য হবে না। সর্বভারতীয় রাজনীতির জন্য এই বোঝাপড়া হল আজ। সোমবার সন্ধ্যায় স্পষ্ট হয়ে যায় কেন্দ্রে বিজেপি বিরোধী শক্তি হিসেবে কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছে। চিকিৎসকদের পরামর্শে মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশি হাঁটাচলা করা বারণ। চিনি মঙ্গলবার এর বৈঠকে যোগ দেওয়ার জন্য ব্যাঙ্গালোর গিয়েছেন সোমবার।
কিন্তু গতকালের নৈশভোজে তিনি উপস্থিত হতে পারবেন না বলে জানিয়েছিলেন। ডিকে শিব কুমারকে দিয়ে সোনিয়া গান্ধী বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নৈশভোজে আসতেই হবে। আজ বৈঠকের দিন দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন ছিল ঠিক সোনিয়া গান্ধীর পাশে। অন্যদিকে মুখ্যমন্ত্রীর ডান দিকে ছিল রাহুল গান্ধীর (Rahul Gandhi) আসন।
বৈঠক শেষে গান্ধী পরিবার সম্বন্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যও বেশ তাৎপর্যপূর্ণ। বক্তৃতা দেওয়ার সময় মমতা বলে ওঠেন, “আমাদের ফেভারিট রাহুল গান্ধী…।” আজকের বৈঠকে মমতা বলেন, “প্রকৃত লড়াই হবে এবার। নতুন জোটের নাম ইন্ডিয়া রাখা হয়েছে। প্রকৃত ভারত আমরাই। NDA এর ক্ষমতা থাকলে আমাদের হারিয়ে দেখাক। এবার হারবে বিজেপি, জিতবে ইন্ডিয়া।”