আপনাদের কাছে ভিক্ষা চাইব, দিল্লির কাছে না! কেন্দ্রের বঞ্চনা নিয়ে ফের সরব মমতা

বাংলাহান্ট ডেস্ক : ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া সুরে আজ মুখ্যমন্ত্রী (Chief Minister) বললেন, “ভাঙবো না আমরা। ভিক্ষা চাইতে যাব না দিল্লির কাছে। আপনারা আমার সাথে থাকুন।” ১লা বৈশাখের আগে রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন উপহার পেল কলকাতাবাসী। উদ্বোধন করা হল ধনধান্য অডিটোরিয়ামের (Dhana Dhanye Auditorium)।

আজ মুখ্যমন্ত্রী আলিপুরে উদ্বোধন করলেন নতুন এই অডিটোরিয়ামের। এই অডিটোরিয়াম এর নকশা খানিকটা শঙ্খের মতো। মিনি অডিটোরিয়াম থেকে ব্যাঙ্কোয়েট। স্ট্রিট থিয়েটার কর্নার থেকে মাল্টিপারপাস হল, ৬ তলার এই বিশাল অডিটোরিয়াম আক্ষরিক অর্থেই জমকালো। ৩৩ হাজার রং ফুটে উঠবে আলো জ্বললেই। এই অত্যাধুনিক অডিটোরিয়াম রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে হিডকোকে।

অডিটোরিয়াম উদ্বোধন করতে এসে মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের যেন ভুল না বোঝেন মানুষ, অনেক সময় অর্থ পারমিট করে না। আমাদের অনেক টাকা দিল্লি আটকে রেখেছে। শুনেছি ২০২৪ এর আগে দেবে।” এরপরই কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা ভাঙবো না। ভিক্ষা চাইতে যাব না দিল্লির কাছে, চালিয়ে নেব। আপনারা পাশে থাকুন। দেশের ইতিহাস মুছতে দেব না।”

Mamata

মুখ্যমন্ত্রীর নির্দেশে পূর্ত দপ্তর ধনধান্য অডিটোরিয়ামের কাজ শুরু করে ২০১৮ সালে। মুখ্যমন্ত্রী নিজে শিলান্ন্যাসের সময় এই অডিটোরিয়াম এর নামকরণ করেন।মমতা জানিয়েছেন, ৪৪০ কোটি টাকা খরচ করে এই থ্রি টায়ার ইন্ডোর স্টেডিয়াম তৈরি করা হয়েছে। সুসজ্জিত আধুনিক এই অডিটোরিয়াম নতুন পালক যোগ করল কলকাতার মুকুটে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর