বাংলাহান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গে দিল্লি থেকে লোকজন এসে হিংসা ছড়াচ্ছেন। এই ব্যাপারে কুড়ি-পঁচিশ জন বৈঠকও করেছেন। আজ মালদা থেকে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন মমতা দাবি করেন, বাইরে থেকে লোক এসে পশ্চিমবঙ্গে জাতিগত বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে।
আজকের সভায় মুখ্যমন্ত্রী দাবি করেন, টাকা দেওয়া হচ্ছে দাঙ্গা লাগানোর জন্য। হিংসার জন্য কাজে লাগানো হচ্ছে মুসলিম ছেলেদের। পাশাপাশি তিনি আরোও বলেন, “টাকা দিয়ে কয়েকটা মুসলিম ছেলেকে বলা হচ্ছে তোরা দাঙ্গা লাগিয়ে দিয়ে চলে যা। হয়তো সে করতে চায় না। কিন্তু সে টাকাটা চায়।”
মালদায় আজ প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, “একটা মিটিং হয়েছিল কুড়ি-পঁচিশ জনের। দিল্লি থেকে এসেছিল তারা। তারা বলেছেন জাতিগত দাঙ্গা লাগাও। শুধু হিন্দু- মুসলমান নয়, রাজবংশী-বাঙালি (হিংসা) লাগাও, কুড়মি-আদিবসী (হিংসা) লাগাও, মতুয়াদের সঙ্গে সাধারণ মানুষের দাঙ্গা লাগাও।”
মুখ্যমন্ত্রীর কথায়, “টাকা দিয়ে কয়েকটা মুসলিম ছেলেকে দাঙ্গা লাগিয়ে চলে যাবার কথা বলা হচ্ছে। হয়তো তারা কাজটা করতে চায় না। কিন্তু টাকার লোভ দেখানো হচ্ছে। শুধু হিন্দু- মুসলমান নয়, ওরা বলছে রাজবংশী-বাঙালি (হিংসা) লাগাও, কুড়মি-আদিবসী (হিংসা) লাগাও, মতুয়াদের সঙ্গে সাধারণ মানুষের দাঙ্গা লাগাও।”
একই সঙ্গে মমতা ব্যানার্জীর সংযোজন, “আমাদের নজরে আছে এগুলো। কিছু বজ্জাত রাজনৈতিক নেতা দাঙ্গা লাগাতে চায়। দাঙ্গা লাগাতে চায় কিছু টিভি চ্যানেল। তারা সব সময় উস্কানিমূলক খবর প্রচার করছে।” ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। তবে, পঞ্চায়েত ভোটের আগে মুখ্যমন্ত্রীর এই কথাকে তাৎপর্যপূর্ণ বলছে রাজনৈতিক বিশ্লেষকরা।