বাংলাহান্ট ডেস্ক : দলেরই এক বিধায়কের কাণ্ডে মাথায় হাত পড়ার জোগাড় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। মুর্শিদাবাদের কোনো এক বিধায়ক চশমা বানিয়ে বা কিনে সেই বাবদ ‘প্রাপ্য’ অর্থ পেতে বিল জমা করেছিলেন সচিবালয়ে। আর সেই বিল দেখেই নাকি চোখ কপালে ওঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের। কারণ চশমার জন্য যে দাম বিলে দেখানো হয়েছে তা হল ৬৫ হাজার টাকা!
তৃণমূল বিধায়কের চশমার দাম শুনে অবাক মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)
জানা যাচ্ছে, যিনি বিলটি পাঠিয়েছেন তিনি মুর্শিদাবাদ থেকে তিন তিনবার ভোটে জিতে বিধায়ক হয়েছেন। চশমা কেনা বা বানানোর জন্য ৬৫ হাজার টাকার বিল ধরান সচিবালয়কে। ওই বিল দেখে নাকি কী করবেন বুঝতে না পেরেই কর্মীরা তা পাঠিয়ে দেন অধ্যক্ষের কাছে। আর সেখান থেকেই ঘটনার সূত্রপাত। জানা গিয়েছে, এই ঘটনা আসলে গত বাজেট অধিবেশনৈর দ্বিতীয় পর্বে ঘটেছিল। সেদিন বিধানসভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) স্বয়ং।
এমন অতিরিক্ত খরচে আগেও হয়েছে সমস্যা: কৌতূহলবশত তিনি জিজ্ঞাসা করেছিলেন চশমার দাম। ৬৫ হাজার টাকা শুনে রীতিমতো চমকে যান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। অবশ্য এটা প্রথম নয়। বিধায়কের ‘প্রাপ্য অর্থ’এর ক্ষেত্রে এমন ‘অতিরিক্ত খরচ’ নাকি আগেও বিড়ম্বনায় ফেলেছে সচিবালয়কে। শোনা যাচ্ছে, মুখ্যমন্ত্রী নাকি এ বিষয়ে বিশদে আরো খোঁজ খবর করেন। এক্ষেত্রে খরচের কোনো ঊর্দ্ধসীমা রয়েছে কিনা তাও জানতে চান। শুধু তাই নয়, তারপরেই নাকি অধ্যক্ষের সঙ্গে জরুরি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।
আরো পড়ুন : রাস্তায় শুয়ে শিক্ষকরা, SSC ভবনে এসির আরামে রাত কাটালেন কর্তারা
বৈঠক করেন মুখ্যমন্ত্রী: সেই আলোচনায় ঠিক হয়, এমন ভাবে লাগামছাড়া বিল মেটানো সম্ভব নয়। এক্ষেত্রে ঠিক হয়, বিধায়কদের নতুন চশমার জন্য সর্বাধিক ৫ হাজার টাকা এবং এবং হাসপাতালে ভর্তির জন্য দিন প্রতি শয্যায় সর্বাধিক ৮ হাজার টাকা দেবে বিধানসভা। ইতিমধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য নাকি বিধানসভার সচিবালয় প্রশাসনিক প্রক্রিয়া শুরু করেছে।
আরো পড়ুন : ‘বাবা সিদ্দিকীর মতো হাল হবে…’, ১০ কোটি চেয়ে হুমকি ইমেল! সলমনের জন্যই বিপাকে জিশান সিদ্দিকী?
প্রসঙ্গত, গত বছরেই কন্যা সন্তানের জন্মের পর হাসপাতাল খরচ বাবদ প্রায় ৬ লক্ষ টাকার মেডিকেল বিল বিধানসভায় জমা দিয়েছিলেন বিধায়ক কাঞ্চন মল্লিক। তা নিয়ে বেশ আলোচনাও হয়েছিল।