রাত পোহালেই মহালয়া৷ আর এই দিনটার সাথে জড়িয়ে রয়েছে বাঙালির আবেগ, নস্টালজিয়া, গর্ব সবকিছু৷ এইদিনে ঘুম কাতুড়ে বাঙালিও ঠিক ৪ টেই ঢুলু ঢুলু চোখে রেডিও নিয়ে রেডি হয়ে যায়। পরিবারের সবাই জড়ো হয় টিভির ঘরে, অথবা ধুলো ঝাড়া রেডিওতে বেজে ওঠে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র (Birendra krishna bhadra)। ঘুম ঘুম চোখে ‘বাজল তোমার আলোর বেণু’ শুনেই রোম খাঁড়া হয়ে যায় সারা বাংলার লোকের। যেসব বাঙালিরা প্রবাসে রয়েছেন এই দিনে তাদের মনেও দোলা দিয়ে যায় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চন্ডীপাঠ।
“জাগো তুমি জাগো” বেজে উঠলেই শুরু হয় বাঙালির পুজো। এবার আপনাদের শোনাবো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির কন্ঠে বাঙালির প্রিয় এই গান। যা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
একটি দুর্গাপুজোর প্যান্ডেল উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে প্রকাশ্য মঞ্চে কয়েক হাজার লোকের সামনে “জাগো তুমি জাগো” গেয়ে উঠেছিলেন বাংলার দিদি। তার সাথে গলা দিতে দেখা গিয়েছে গায়ক তথা তৃণমূলের অন্যতম মুখ ইন্দ্রনীলকেও। মাঝে মাঝেই গানের কথা ভুলে গিয়েছেন মুখ্যমন্ত্রী, আর তখন তা ম্যানেজ দিতে দেখা যায় ইন্দ্রণীলকেই।
এই ভিডিও প্রকাশ্যে আসতেই নেট পাড়ায় উঠেছে হাসিএ রোল। এই গান শুনে নেটিজেনদের বক্তব্য তারা হাসি থামাতে পারছেন না। আবার কেউ কেউ বেজায় চটেছেন। নেটিজেনদের একাংশের বক্তব্য, বাঙালির আবেগ মাখানো এই গান নিয়ে ছিনিমিনি খেলবার অধিকার কারোরই নেই। যদিও কেউ কেউ মুখ্যমন্ত্রীর এই চেষ্টার প্রভূত প্রশংসাও করেছেন।