কেন্দ্রীয় বাহিনীকে খুন্তি ঠেকিয়ে দেবে বাড়ির মেয়েরা! নির্বাচনের আগে রনং দেহী মমতা

বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গ সফরে এসে আজ নামখানায় সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। সেখান থেকে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে একের পর এক কটাক্ষ করেন তিনি। বাদ যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। পরিবারবাদ ইস্যু তুলে পিসি-ভাইপো দুজনকেই তুলোধোনা করেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, নরেন্দ্র মোদী স্লোগান হল সবকা সাথ, সবকা বিকাশ। আর তৃণমূলের স্লোগান হল ভাইপোকা সাথ, ভাইপোকা বিকাশ।

Amit Shah coochbehar

আজ নিজের ভাষণে এভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করায় পাল্টা নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। পৈলান থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে একের পর এক নিশানা করেন মুখ্যমন্ত্রী। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি সহানুভূতি দেখিয়ে বলেন, ‘অভিষেককে আমার জন্য আজ অনেক কথা শুনতে হয়।”

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি অভিষেককে কোনদিনও অগ্রাধিকার দিইনি। হাজরায় আন্দোলনের সময় আমাকে মারা হয়েছিল। তখন অভিষেক অনেক ছোট। ও দু’বছর বয়স থেকেই কংগ্রেসের পতাকা নিয়ে মিছিল করত। আমাকে কেনও মারা হয়েছিল, সেটার জবাব চেয়েছিল অভিষেক।

মুখ্যমন্ত্রী বলেন, অভিষেক দিব্যি বিদেশে চলে যেতে পারত। কিন্তু আমরা আমাদের পরিবারের কাউকে বিদেশে যেতে দিই না। একটা চোখে আজও দেখতে পায় না ও। আমার জন্য ওকে অনেক অনেক কথা শুনতে হয়। অভিষেকের চোখের মণিটাই উপড়ে চলে আসত। আমার কষ্ট হয়। আমি ওঁকে তো উপ-মুখ্যমন্ত্রী বানাই নি। আমি ওঁকে বলেছিলাম, তুই শুধু মানুষের হয়ে কাজ কর। কিন্তু ও আমায় বলেছিল, আমি নির্বাচিত হব। এরপর লোকসভায় দাঁড়ায় আর জিতে যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভয় পাবেন না। কেন্দ্রীয় বাহিনী আসলে বাড়ির মেয়েদের বের করে দেবেন। মেয়েদের সামনে সামনে রাখুন। ওঁরা একটু খুন্তিটা ঠেকিয়ে দেবে। তিনি বলেন, নিজের এলাকায় ভালো ভাবে নজর রাখুন। টাকা ছড়াচ্ছে ওঁরা, উপহারও দিচ্ছে। বাইরে থেকে গুণ্ডা এনে আপনাদের এলাকা দখল করছে। বহিরাগত গুণ্ডাদের একদম ঢুকতে দেবেন না। বিজেপি বাইরে থেকে হাজার হাজার গুণ্ডা নিয়ে আসছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর