যিশুখ্রিষ্টের জন্মদিনে জাতীয় ছুটির ঘোষণা করার দাবি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ বড়দিনে জাতীয় ছুটি ঘোষণা করার দাবি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ অ্যালেন পার্কে বড়দিনের উৎসবের সূচনা করেন তিনি আর সেখানে থেকেই যিশুখ্রিষ্টের জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা করার দাবি জানান তিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী বলেন, গতবছরও এই দাবি করেছিলাম, এবছরও করছি, সবারই একটা ভাবাবেগ আছে। আমাদের রাজ্যে যিশুখ্রিষ্টের জন্মদিনে ছুটি থাকে, কিন্তু কেন্দ্রে বিজেপি সরকার এসেই যিশুখ্রিষ্টের জন্মদিনের ছুটি বাতিল করে দিল।

তিনি বলেন, কেন এই ছুটি বাতিল করা হল? আমাদের দেশ ধর্মনিরপেক্ষ দেশ, বিজেপি এসব করে দেশজুড়ে ধর্মীয় ঘৃণা ছড়ানোর চেষ্টা করছে।

তিনি নাম না করেই বিজেপিকে বিঁধে বলেন, এরা কোনদিনও দেশকে এক করতে পারবে না। এরা শুধু দেশ ভাগ করতে পারবে। আমাদের রাজ্য এমন একটি জায়গা, যেখানে সমস্ত উৎসব পালিত হয়। সমস্ত উৎসবে মানুষ সমান ভাবে ভাগ নেয়। বড়দিনের উৎসব শান্তির উৎসব। আর এই উৎসবে বিজেপির সরকার ছুটি বাতিল করে দিয়েছে।

Koushik Dutta

সম্পর্কিত খবর