‘বন্দুক নিয়ে মিছিলটা করতে কি শ্রী রাম বলেছিলেন?’, রাজ্যে অশান্তি নিয়ে BJP কে তুলোধোনা মমতার

বাংলা হান্ট ডেস্ক : রাম নবমীর মিছিলকে ঘিরে টালমাটাল রাজ্য রাজনীতি। প্রথমে হাওড়ার শিবপুর, তারপর হুগলির রিষড়া, অশান্ত রাজ্য। একের পর এক অশান্তির ঘটনা নিয়ে এবার বিজেপি (BJP)-কে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরে বুথ ভিত্তিক কর্ম সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূল দলনেত্রী।

এই মঞ্চ থেকেই তিনি বলেন, ‘এরা বোঝে না বাংলার মানুষ অশান্তি ভালোবাসে না। অশান্তি করা বাংলার সংস্কৃতি নয়। মানুষ কখনও অশান্তি করে না। তাই অশান্তি করার জন্য বাইরের থেকে লোক ভাড়া করে নিয়ে আসে। ক্রিমিনালদের দিয়ে অশান্তি করানো হচ্ছে।’ মমতা আরও বলেন, ‘আপনারা সংবাদ মাধ্যমে দেখেছেন একটি ছেলে বন্দুক নিয়ে মিছিলে নৃত্য করছিল। রামচন্দ্র কি তাকে কানে কানে বলেছিলেন বন্দুক নিয়ে মিছিল কর? এটা তো সিপিআইএম করত?’

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘মিটিং করে নেতারা ইশারা করছে, যাও এবার কাজ কর। ধর্ম-কর্ম মনে রাখবেন এরা হিন্দু ধর্মের বদনাম করছে। বন্দুক ধরে যারা মানুষের ঘর জ্বালিয়ে দিচ্ছে তারা হিন্দুও নয়, মুসলিমও নয়, এরা শিখও নয়, এরা তপশিলিও নয়, এরা বিজেপি-র গুণ্ডা।’ মমতা এদিন আরও বলেন, ‘এই রাজ্যে সমস্ত ধর্মের উৎসব পালন হয়। কোথাও কোনও অশান্তি হয়নি এতদিন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কোথা থেকে এসে জুটেছে কয়েকটা বদ। রামের নাম বদনাম করার জন্য এবং হিন্দুদের অসম্মান করার জন্য। আমিও হিন্দু, আমি রামকৃষ্ণের হিন্দু-বিবেকানন্দের দেখানো পথে চলি। আমি সর্বধর্ম সমন্নয়ে বিশ্বাস করি।’

bihar 2
মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, ‘এরা কারা? নন্দীগ্রামে আমার বাম-পাটা চেপটে দিয়েছিল। আজও সেই পাটা পুরোপুরি ভালো হয়নি। ওরা আমাকে চেনে না। ওরা বুনো ওল হলে আমি বাঘা তেঁতুল। আমি হুইল চেয়ার নিয়ে বেরিয়ে গিয়েছিলাম। সেদিন আমি ভুলিনি।’ হিংসার ঘটনায় তিনি সরাসরি গেরুয়া শিবিরকে নিশানা করেন এদিন।

এদিন বিভিন্ন সরকারি প্রকল্পের প্রসঙ্গও তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেন, ‘বাম জামানায় আমি এক একটা গ্রামে যাচ্ছি বামেরা এসে বসে পড়ছে।’ শুধু তাই নয়, তাঁকে সেই সময় হত্যার চেষ্টা করা হয়েছিল বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘সেই সময় গোপাল কৃষ্ণ গান্ধী রাজ্যপাল ছিলেন। তিনি আমাকে সতর্ক করেছিলেন কোলাঘাটে পেট্রল বোমা ছুড়ে হত্যা করার চেষ্টা করা হচ্ছে।’

Sudipto

সম্পর্কিত খবর