‘ব্যক্তিগত আক্রমণ কেন?’ CBI-ED ইস্যুতে বিজেপিকে তুলোধোনা! রাজনৈতিক লড়াইয়ের ডাক মমতার

বাংলা হান্ট ডেস্কঃ একের পর এক দুর্নীতি ইস্যু এবং অন্যান্য একাধিক বিষয়কে কেন্দ্র করে কোণঠাসা তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। সিবিআই (CBI) এবং ইডির (Enforcement Directorate) মতো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির তদন্তে গ্রেফতার একাধিক তৃণমূল নেতা মন্ত্রী। এই পরিস্থিতিতে অতীতেও একাধিকবার তদন্তকারী সংস্থাগুলিকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে কাজে লাগানো হচ্ছে বলে বিজেপিকে (Bharatiya Janata Party) কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন কৃষ্ণনগরে সভায় উপস্থিত হয়ে ফের একবার পুরনো অস্ত্রে শান দিলেন তিনি।

সাম্প্রতিক সময়ে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি থেকে কয়লা এবং গরু পাচার মামলায় সরগরম বঙ্গ রাজনীতি। সিবিআই এবং ইডির তদন্তে ইতিমধ্যেই গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, মানিক ভট্টাচার্যের মতো একাধিক নেতা মন্ত্রীরা। বর্তমানেও একের পর এক জেরার মুখে পড়তে হয়ে চলেছে অনেককে। এই পরিস্থিতিতে এদিন কৃষ্ণনগরে সভায় বক্তৃতা দিতে উঠে বিজেপিকে কড়া আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, “এজেন্সি দিয়ে ক্রমাগত ভয় দেখিয়ে চলেছে বিজেপি। ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে। দলীয় নেতাকর্মীদের কেন গ্রেফতার করা হচ্ছে? রাজনৈতিকভাবে লড়াই করার জন্য আমরা প্রস্তুত। মানুষকে ভালোবেসে জয় করতে হবে। গায়ের জোরে কখনোই নির্বাচন করা উচিত নয়।”

যদিও একইসঙ্গে নিজেদের ভুল ত্রুটির প্রসঙ্গ তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, “একটা দুটো লোক ভুল করতে পারে। সবাই কিন্তু খারাপ নয়। যেখানে ভুল ত্রুটি রয়েছে, আমরা শুধরাবো। আমাদের দলের কর্মীরা সবসময় মাথা উঁচু করে চলবে। লোভ করা কখনোই উচিত নয়। অর্থই হলো অনর্থের একমাত্র কারণ। লোভ যেন আমাদের ওপর নিয়ন্ত্রণ না করে।” বিশেষজ্ঞদের মতে, এদিন নাম না করে পার্থ চট্টোপাধ্যায়কেই দায়ী করেছেন মুখ্যমন্ত্রী।

পরবর্তীতে পদ্মশিবিরের উদ্দেশ্যে মমতার প্রশ্ন, “নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করা হয়ে চলেছে। আমার প্রশ্ন, ব্যাপম কেলেঙ্কারিতে কতজনকে গ্রেফতার করা হয়েছে? পঞ্চায়েত নির্বাচনে যাতে কেউ কোনো রকম কাজ করতে না পারে, সেই জন্য ভয় দেখিয়ে চলেছে ওরা।”

e1a6b27e 3510 4533 941e bf99cd3d8f6d

সিবিআই-ইডি প্রসঙ্গে প্রকাশ্য জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, “সিবিআই আর ইডি যদি আপনার বাড়িতে যায়, তাহলে মান সম্মান নষ্ট হবে না? আসলে বিজেপি তৃণমূলের মান সম্মান নষ্ট করে দিতে চাইছে। আমরা এর বিরুদ্ধে। ওরা কজনকে জেলে ভরতে পারে, সেটা আমিও দেখবো।”

Sayan Das

সম্পর্কিত খবর