‘বুলডোজার নয়, বরং তোমাদের ক্লোজার করা হবে’, BJP-কে হুমকি মমতার

বাংলা হান্ট ডেস্ক : বিজেপির (BJP) বুলডোজার-সংস্কৃতি নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ আজ সোমবার বিজেপিকে উদ্দেশ্য করে মমতার বলেন, ‘বুলডোজারের পরিবর্তে এবার তোমাদের ক্লোজার হবে।’

এদিন মুর্শিদাবাদের সাগরদিঘিতে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee in Murshidabad)। ওই মঞ্চ থেকে একাধিক বিষয়ে আক্রমণ শানান বিজেপির বিরুদ্ধে ৷ এই প্রসঙ্গে টেনে আনেন আসাম, উত্তরপ্রদেশের মতো বিজেপি শাসিত বিভিন্ন রাজ্য সরকারের বুলডোজার দিয়ে অভিযুক্তদের বাড়ি ভাঙার প্রসঙ্গ ৷ তিনি এদিন বলেন, ‘আমি বুলডোজারের পক্ষে নই ৷ বুলডোজারের পরিবর্তে বুলডোজার নয় ৷ বুলডোজারের পরিবর্তে তোমাদের ক্লোজার হবে।’

mamata

বুলডোজারের প্রসঙ্গের পরই কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনা নিয়ে এদিন মোদি সরকারের (Modi Government) বিরুদ্ধে সরব হন মমতা৷ তিনি অভিযোগ করেন, ‘কেন্দ্রীয় সরকার দয়া করে রাজ্যকে টাকা দেয় না। এখান থেকে কর নিয়ে যায়। তার পর রাজ্যের ভাগে যা থাকে, তাই দেওয়া হয়৷’ বিজেপি সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘কেউ যদি মনে করেন, এটা বিজেপির জমিদারি, মানুষকে মেরে এই সরকার বেশিদিন চলবে না ৷ রাম-বাম-শ্যাম সব এক হয়েছে৷

এরই পাশাপাশি মুখ্যমন্ত্রীর অভিযোগ, বাংলাকে ভাতে মারতে চাইছে ওরা ৷ আসলে বাংলার মানুষের ক্ষতি করছে ওর। তার পর আবার বিজেপির বিরুদ্ধে সরব হয়ে তিনি বলেন, ‘লজ্জা করে না ৷ ক্ষমতা দেখাচ্ছো৷ এই ক্ষমতা আজ আছে কাল নেই৷ আজ ক্ষমতায় তাই তুমি হিরো, কাল ক্ষমতায় থাকবে না, তুমি বিগ জিরো৷’

Sudipto

সম্পর্কিত খবর