বাংলা হান্ট ডেস্কঃ গত কয়েকদিন ধরেই শিরোনামে রয়েছে বাংলা ভাগ। সম্প্রতি বিজেপির তরফ থেকে উত্তরবঙ্গকে আলাদা করা অথবা উত্তরবঙ্গকে উত্তর-পূর্ব উন্নয়ন পর্ষদের অধীন করার মতো বেশ কিছু দাবি উঠেছে। পদ্ম শিবিরের রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ আবার কোচবিহারকে আলাদা করার দাবিতে সুর চড়িয়েছেন। এই আবহে এবার মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
বাংলা ভাগ নিয়ে কী বললেন মমতা (Mamata Banerjee)?
বিধানসভায় দাঁড়িয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, বাংলাকে ভাগ করার জন্য নানান চক্রান্ত চলছে। এক একজন এক একরকম প্রস্তাব আনছে। কেউ কোচবিহার আলাদা করার কথা বলছেন, কেউ আবার মালদা, মুর্শিদাবাদ নিয়ে আলাদা রাজ্যের দাবি আনছেন। এরপর সরাসরি বিজেপির বিরুদ্ধে বাংলা ভাগের চেষ্টা মতো গুরুতর অভিযোগ এনে ভোটাভুটির ডাক দেন মুখ্যমন্ত্রী।
মমতা বলেন, ‘ভোট আসলেই বিজেপির মুখে ভাগের কথা। ক্ষমতা থাকলে বিধানসভায় আসুন, ভোটাভুটি করা হোক। যারা বাংলাকে ভাগ করার কথা বলছেন, রাজ্যের মানুষ সেটা চায় কিনা তা জানার জন্য বিধানসভায় ভোটাভুটি হোক’।
আরও পড়ুনঃ কর্মসংস্থানের জন্য নয়া উদ্যোগ! আগস্টেই বিরাট ‘আয়োজন’ সরকারের, কী জানেন?
বাংলা ভাগের পাশাপাশি এদিন কেন্দ্রের বঞ্চনা নিয়েও সুর চড়ান মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘উত্তরবঙ্গ থেকে এত আসনে জয়ী হয়েও কেন্দ্র কিছু দিল না। বন্যার জন্য বিহার, অসম টাকা পেলেও বাংলা এক টাকাও পায়নি’। গঙ্গাসাগর মেলাকে এক টাকাও দেওয়া হয় না, নিজেকে সেতু বানাতে হয়েছে বলে সরব হন মমতা (Mamata Banerjee)।
এদিকে বাংলা ভাগ নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, দলগতভাবে রাজ্য ভাগ চায় না বিজেপি। স্বতন্ত্র রাজ্য, কেন্দ্রশাসিত এলাকা কিছুই চায় না। বাংলা থেকে অনুপ্রবেশকারীদের বের করা হোক, পদ্ম শিবির শুধু এটুকুই চায় বলে দাবি করেন তিনি।