বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রের প্রকল্পগুলিকে নিজেদের নামে চালানো নিয়ে অতীতেও তৃণমূল কংগ্রেসকে বহুবার কটাক্ষের মুখে পড়তে হয়। এমনকি, সম্প্রতি ‘বাংলা আবাস যোজনা’ প্রকল্পের নাম বদল নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সমালোচনায় সরব হয় বিজেপি নেতৃত্ব আর এবার সেই প্রসঙ্গে অবশেষে নীরবতা ভাঙলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বর্ধমানে নবাবহাটের গোদার মাঠের সভা থেকে বিজেপিকে আক্রমণ শানালেন তিনি। শুধু তাই নয়, একশো দিনের প্রকল্পের কথাও উঠে আসে তাঁর গলায়। এদিন মুখ্যমন্ত্রীর দাবি, “টাকা না পেলে আমি দিল্লি পর্যন্ত যেতে পারি।”
সম্প্রতি কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানানো হয় যে, বাংলা আবাস যোজনার নাম থেকে ‘বাংলা’ সরিয়ে যদি প্রধানমন্ত্রী নাম বসানো না হয়, তবে রাজ্যকে কোনও টাকা পাঠাবে না তারা। এর পরেই সরগরম হয়ে ওঠে রাজনীতি। এদিন সেই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলায় বাড়ি এবং সড়ক যোজনা বাবদ এখনো পর্যন্ত আমাদের প্রাপ্য টাকা দেওয়া হয়নি। আমরা দিল্লিতে সাংসদদের একটি দল পাঠিয়েছিলাম। তবে কোনো সুরাহা হয় নি। যদি কেন্দ্র দ্বারা কোন ব্যবস্থা না নেওয়া হয়, তবে আমি দিল্লি যাব। গুজরাট থেকে শুরু করে উত্তরপ্রদেশের নাম যদি থাকতে পারে, তাহলে আমাদের বাংলার নাম থাকলে ক্ষতি কি?”
এরপরই এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে 100 দিনের কাজের প্রসঙ্গ। তিনি বলেন, “বাংলায় কোনো নির্বাচন হলে তার আগে বিজেপির নেতারা এসে এখানে শুধু বড় বড় দাবি করবেন। মানুষের মধ্যে ভাগাভাগি করবেন। বিচ্ছেদ সৃষ্টি করবেন। আমরা আমাদের বাংলায় রাস্তা এবং বাড়ির টাকা দিচ্ছি, তাতে অন্যায় কোথায়? 100 দিনের কাজের টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে না, কিন্তু আমরা এটা সহ্য করব না।”
এর পরেই তিনি জানান, “বিগত ছয় মাস ধরে 100 দিনের প্রকল্পে ওরা কোন টাকা পাঠাচ্ছে না। মানুষ কত কষ্ট করে এই প্রকল্পে পরিশ্রম করে চলেছেন, কিন্তু তাদের প্রাপ্য অর্থ এরা দিচ্ছে না। তবে আমরা এর প্রতিবাদ জানাই। হয় তোমরা টাকা পাঠাও, নয়তো বিদায় নাও।”