জ্যোতিষীও বলে দিয়েছে, চব্বিশে বিজেপি আসবে না, আসবে না, আসবে না! তিন সত্যি মমতার

বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন লোকসভা নির্বাচন। তার আগে সম্প্রতি দেশের রাষ্ট্রপতি নির্বাচনে (President Election) বিরোধী শিবিরকে পরাজিত করে শেষ হাসি হেসেছে বিজেপি (BJP)। বর্তমানে লোকসভাতেও তিনশোর উপর আসন রয়েছে তাদের। তবে এ সকল বিষয়কে উপেক্ষা করে ২০২৪-এর লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে পরাজিত করার ব্যাপারে নিশ্চিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একুশে জুলাইয়ের পর এদিন পুনরায় একবার মুখ্যমন্ত্রীর দাবি, “২০২৪-এ বিজেপি আসবে না, আসবে না, আসবে না।”

উল্লেখ্য, গত একুশে জুলাই ‘শহীদ দিবস’ মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “২০২৪-এ বিজেপি কোনোভাবেই দেশের বুকে ক্ষমতায় আসতে পারবে না। যে যেভাবে পারবে, ওদের বিরুদ্ধে লড়বে। ভোটের পর সবাই এক হয়ে যাবে।” একইসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে একাধিক ইস্যুতে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। তবে পরবর্তী কয়েক দিনে বদলেছে রাজনৈতিক পটভূমি। গত শনিবার এসএসসি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এর পরেই বিরোধীরা শিক্ষা দুর্নীতিতে তৃণমূল কংগ্রেসকে ক্রমশ কোণঠাসা করে চলেছে। এমনকি, এই মামলায় মুখ্যমন্ত্রীর যোগ রয়েছে বলেও কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি ও সিপিএম এবং কংগ্রেসের মতো দলগুলি।

তবে এ সকল কঠিন পরিস্থিতি সত্ত্বেও এদিন মুখ্যমন্ত্রী জানান, “জ্যোতিষীরা বলে দিয়েছেন। ওরা বর্তমানে ভাগ্য বদলানোর জন্য বাড়ি বদল করে চলেছে। কিন্তু ভাগ্য খারাপ থাকলে বাড়ি পাল্টে কিছুই হয় না।”

যদিও বর্তমান সময়ে দাঁড়িয়ে রাজনৈতিক সমীকরণ অন্য কথা বলছে। দেশে একাধিক রাজ্যে বিজেপি সরকার থাকার পাশাপাশি লোকসভাতেও ৩০০-র উপর আসন রয়েছে তাদের। এমনকি, সম্প্রতি দেশের বুকে একাধিক উপনির্বাচনে বিপুল মাত্রায় জয়লাভ করেছে বিজেপি। তবে এর মাঝেও এদিন হিন্দমোটরের শিল্প মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কি অঙ্ক না অঙ্ক, অত জানি না। তবে একটা কথা বলতে পারি এবং সেটা হলো, বিজেপি কখনোই সরকারে আসতে পারবে না।”

IMG 20211211 112919

এদিন টিটাগর ওয়াগনের ২৫ বছর পূর্ণ হওয়ার উপলক্ষ্যে হিন্দমোটরে একটি অনুষ্ঠানে যোগদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে বক্তৃতা দিতে উঠেই সকলের উদ্দেশ্যে তিনি বলেন, “ভয় পাবেন না।” একই সঙ্গে মমতা বলেন, “সম্প্রতি ওরা মহারাষ্ট্র ভেঙেছে। এরপর ঝাড়খণ্ড, তারপর ছত্রিশগড় এবং পরবর্তীতে বাংলা ভাঙবে। তবে আমি ওদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, বাংলা যদি তোমরা ভাঙতে আসো, তবে বাংলা তোমাদের ভেঙে দেবে।”

Sayan Das

সম্পর্কিত খবর