বাংলা হান্ট ডেস্ক : বছরে ৭ লক্ষ টাকা আয়ে সম্পূর্ণ কর ছাড়, গতকাল বাজেটে বড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। নির্মলার বাজেটে মধ্যবিত্তদের জন্য করের ছাড় তো ঘোষণা হয়েছে, কিন্তু তাতে মধ্যবিত্তদের কতটা সুবিধা হল? তা নিয়ে জল্পনা চলছে দেশ জুড়ে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট নিয়ে গতকালই সমালোচনা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
মোদি সরকারের বাজেট প্রসঙ্গে মমতা বলেন, ‘সবটাই ক্ষতি। আসলে কর ছাড়ের বিষয়টি ২ বাড়াল, কাটল আড়াই।’ পূর্ব বর্ধমানের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে একেবারে বিভিন্ন ধারা উল্লেখ করে হিসাব কষে ব্যাখ্যা করে দিলেন মুখ্যমন্ত্রী।
মমতা এদিন বলেন, ‘কেন্দ্রীয় সরকারের বাজেটে বেকারদের জন্য একটা কথাও বলা হয়নি। নির্বাচন এলে ২ কোটি মানুষকে চাকরি দেব, আর চলে গেলে ২ কোটি লোকের চাকরি খেয়ে নেয়। কারণ সব শিল্প বন্ধ।’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘নেচে নেচে বেরিয়ে বলছে, ইনকাম ট্যাক্স আমরা ৫ লক্ষ থেকে ৭ লক্ষ স্ল্যাব বাড়ালাম। আমি ভাল করে বলছি শুনুন, কী করছে চালাকিটা। মাছের তেলে মাছ ভাজছে এরা।’
এরপরই মঞ্চে দাঁড়িয়ে নিজের মোবাইলটা বার করেন তিনি। তিনি বলেন, ‘ধরুন ২ বাড়াল, আড়াই কাটল। ৮০ সি ধারা। এলআইসি, পিপিএফ কিংবা মিউচ্যুয়াল ফান্ড মিলিয়ে আগে যেখানে দেড় লক্ষ টাকা পর্যন্ত ছাড় মিলত, সেখানে দেড় লক্ষ টাকা ছাড় আর পাবেন না।’ এরপরই তিনি বলেন, ‘স্ল্যাবের ২ যেটা বাড়িয়েছে, এখানেই দেড় উঠিয়ে দিল।’ মমতার আরও অভিযোগ, ‘আগে মেডিক্যাল ইনস্যুরেন্সে প্রিমিয়ামে ৮০ ডি ধারায় পুরো পরিবারের জন্য ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতেন, নতুন কর কাঠামোয় তাও পাবেন না। দেড় আর পঞ্চাশ হল দুই।’ তিনি আরও দাবি করেন ন্যাশনাল পেনশন স্কিমেও ছাড় তুলে দেওয়া হয়েছে। ৮০ সি, ডি ধারায় ৫০ হাজার টাকা পর্যন্ত ন্যাশনাল পেনশন স্কিমে যে ছাড় ছিল, সেটাও আর পাওয়া যাবে না।
মমতা বলেন, কর ছাড়ে স্ল্যাব ৫ লক্ষ থেকে বাড়িয়ে ৭ লক্ষ পর্যন্ত যে করা হয়েছে বটে, তবে আগে যে ভর্তুকি দেওয়া হত, তা তুলে নেওয়া হয়েছে। এরই সঙ্গে একশো দিনের কাজ, পিএম-পোষণের মতো সামাজিক ক্ষেত্র থেকে শুরু করে খাদ্য, সার ভর্তুকিতে খরচে বিপুল পরিমাণে খরচ ছাঁটাই করা হল বাজেটে। সর্বোপরি এই বাজেটে ক্ষতি ছাড়া সাধারণ মানুষের লাভ কিছুই হয়নি বলে দাবি মুখ্যমন্ত্রীর।