ভোটের জন্য খরচ করা টাকার ১% দিলেও বন্যা আটকানো যেত! কেন্দ্রকে ফালাফালা আক্রমণ মমতার

বাংলা হান্ট ডেস্কঃ ‘বন্যা-যন্ত্রণা’য় ভুগছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। ইতিমধ্যেই বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ‘ম্যান মেড বন্যা’ বলে তোপ দাগার পাশাপাশি ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ফের একবার এই নিয়ে সরব হলেন মমতা।

  • বন্যা পরিস্থিতি নিয়ে অব্যাহত সংঘাত (Mamata Banerjee)!

ইতিমধ্যেই দামোদর ভ্যালি কর্পোরেশন তথা ডিভিসির (DVC) কমিটি থেকে রাজ্যের প্রতিনিধি ইস্তফা দিয়েছেন। এবার বঞ্চনা নিয়ে সুর চড়ালেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, ‘বারবার বলেও কাজ না হলে, কাজ খুঁজে বাংলাকে বাঁচাতে হবে’। এদিন ফের বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে কেন্দ্রকে নিশানা করেন তিনি।

  • কী বলেছেন মুখ্যমন্ত্রী?

মমতা (Mamata Banerjee) এদিন বলেন, ‘ঝাড়খণ্ডে বৃষ্টি হলে নিজেদের বাঁচাতে বাংলার ওপর জল ছেড়ে দেয়। ডিভিসি কেন্দ্রের অধীন। তবে কেন্দ্র কিছু না করায় মানুষের বাড়িঘর ডুবে যাচ্ছে। নির্বাচনের জন্য যে টাকা খরচ করা হয়, সেটার ১% দিলেও বন্যা আটকানোর ব্যবস্থা করতে পারতাম’।

আরও পড়ুনঃ মহিলা কর্মীদের জন্য বছরে বাড়তি ৬ দিন ছুটি! কাটা যাবে না বেতন! বিরাট উদ্যোগ সরকারের

এদিন পূর্ব বর্ধমানের বন্যা (Flood) কবলিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। হাওড়া থেকে হুগলি, বাঁকুড়া থেকে বর্ধমান, বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া সকল কৃষক শস্য বিমার টাকা পাবেন বলে জানিয়েছেন মমতা।

Mamata Banerjee gets reply letter from Central Government about flood situation in South Bengal

এই বন্যার জেরে অনেক মাটির বাড়িও ধসে গিয়েছে। তাঁদেরও পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। যাদের মাটির বাড়ি এই বন্যার জেরে ধসে গিয়েছে, সেগুলো সার্ভে করে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে সরকারি আধিকারিকদের এই বন্যা পরিস্থিতিতে সক্রিয়ভাবে কাজ করার নির্দেশও দিয়েছেন মমতা (Mamata Banerjee)।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘অনেকগুলো জেলার প্রচুর এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রচুর ফসল নষ্ট হয়ে গিয়েছে। যত বিঘা জমির ফসল নষ্ট হয়েছে, সেই অনুযায়ী কৃষকরা শস্য বিমার টাকা পাবেন’। উল্লেখ্য, দুর্গাপুজো আসন্ন। তার আগে বন্যার জেরে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলার বহু এলাকা! এই পরিস্থিতিতে বৃষ্টি হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজ্যের বন্যা পরিস্থিতির দিকে কড়া নজর রাখছেন মুখ্যমন্ত্রী নিজে।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর