‘ওরা টাকা না দিলে আমরা আমাদেরটা বুঝে নেব”, কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার

বাংলা হান্ট ডেস্ক : প্রাপ্য বকেয়া টাকা নিয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যের অশান্তি চলছেই। এই প্রসঙ্গেই কড়া ভাষায় কেন্দ্রকে তোপ দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি পরিষ্কার জানিয়ে দেন, কেন্দ্রের কাছে ভিক্ষে চাইতে যাবেন না তিনি। কত দিন এ ভাবে চলতে পারে সেটাই শুধু দেখে যাবেন। তার পর ঠিক সময়ে বুঝে নেবেন। রাজ্য থেকে তুলে নিয়ে যাওয়া টাকা কেন্দ্রীয় সরকার ইচ্ছা করে আটকে রেখেছে বলেও এদিন অভিযোগ করেন মমতা।

বৃহস্পতিবার আলিপুরদুয়ারে প্রশাসনিক কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করে মমতা বলেন, ‘আপনারা হয়ত দুঃখ পাবেন। খুশিও হতে পারেন। কেন্দ্র আমাদের সমস্ত ফান্ড বন্ধ করে দিয়েছে। ১০০ দিনের কাজের টাকা দেয়নি। ৬ হাজার কোটি টাকা পাই। তা সত্ত্বেও একদিনও জবকার্ড হোল্ডারদের কাজ আটকায়নি। ৪০ লক্ষ জবকার্ড হোল্ডারদের কাজ দিয়েছি।’

mamata 6

কেন্দ্রকে নিশানা করে এদিন মমতা আরও বলেন, ‘যাদের দিয়ে ১০০ দিনের কাজ করিয়েছো, তাদের প্রাপ্য টাকা দেবে না! বাহ্ বাহ্। রাজ্যের টাকা তুলে নিয়ে যাচ্ছো। এ তোমার টাকা নয়। ওই যে নেতারে এসে বলে, সব দিল কে! তারা নাকি দিয়েছে! কোথা থেকে দিল! আমার ঘরে মাছের তেলেই তেলে ভাজা! রাজ্য কর সংগ্রহ করে না। কর সংগ্রহে র দায়িত্ব কেন্দ্রের। তার ৬০ শতাংশ রাজ্যের প্রাপ্য।’ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তোপ দেগে মমতা বলেন, ‘সব জায়গায় দেখবেন একটাই মুখ, যেন উনিই সব দিয়েছেন। উনিই রেশন দিয়েছেন, উনিই খাবার দিয়েছেন!’

বাংলা থেকে কর তুলে নিয়ে গিয়ে, এখানেই আবার তল্লাশি চালানো হচ্ছে বলেও দাবি করেন মমতা। তিনি আরও বলেন, ‘এখান থেকে আয়কর তুলে নিয়ে যাচ্ছো, শুল্ক তুলছো, জিএসটি তুলছো, দু’দিন পর তো নকুলদানা কিনতেও কর লাগবে। আমি দেখতে চাই এটা কতদিন চলে। আমি ভিক্ষে চাইব না। ভিক্ষে করার লোক নই আমি। ভিক্ষে করতে হলে মানুষের কাছে চাইব। আমার মা, বোন, কৃষক, শ্রমিক, ছাত্র, যৌবনের কাছে চাইব ওদের কাছে নয়। নিজেদেরটা বুঝে নেব আমরা।’


Sudipto

সম্পর্কিত খবর