‘GST কে সমর্থন করা ঠিক হয়নি’, সিঙ্গুর থেকে কেন্দ্রকে তোপ মমতার

বাংলা হান্ট ডেস্ক : জিএসটি লাগু নিয়ে একসময় সরগরম ছিল গোটা দেশ। এর বিরোধিতা করা রাজ্যগুলির মধ্যে প্রথমেই নাম আসবে পশ্চিমবঙ্গের (West Bengal)। অনেক বিরোধিতার পর অবশ্য মেনে নেয় রাজ্য। কিন্তু আজ উল্টো মন্তব্য করলেন বাংলার মুখ্যমন্ত্রী। মমতা (Mamata Banerjee) এদিন দাবি করেন জিএসটি (GST) ব্যবস্থাকে সমর্থন ভুল হয়েছিল।

আজ হঠাৎ কেন এই কথা বললেন মমতা? এর কারণও এদিন স্পষ্ট করে দেন তিনি। কেন্দ্রীয় সরকার রাজ্য থেকে সব টাকা তুলে নিয়ে যাচ্ছে। রাজ্যকে বঞ্চিত করছে। সিঙ্গুরের রাস্তাশ্রী-পথশ্রী উদ্বোধনেট মঞ্চে দাঁড়িয়ে আরও একবার কেন্দ্রের বঞ্চনার হিসাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

১২ হাজার কিলোমিটার রাস্তা সংস্কার প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঞ্চে দাঁড়িয়ে নিজের হাতে রাস্তা তৈরির মশলা বানিয়ে এই প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী। সেই মঞ্চ থেকেই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। মমতা বলেন, ‘১২ হাজার কিলোমিটার রাস্তা তৈরি করতে পৌনে ৪ হাজার কোটি খরচ। পুরো খরচ দিচ্ছে রাজ্য সরকার। এক টাকাও দিল্লির নয়। সমস্তটাই রাজ্যের টাকা।’

mamata banerjee

মমতার আরও বলেন, ‘জিএসটি করার পর দিল্লি সব টাকা তুলে নিয়ে যায়। আমাদের সবচেয়ে ভুল হয়েছিল ওটাকে সমর্থন করা। আমরা ভেবেছিলাম রাজ্যগুলোর ভাল হবে। কিন্তু এখন দেখছি ১০০ দিনের টাকা বন্ধ করে দিয়েছে।’

প্রসঙ্গত, ২০১৭ সালের ১ জুলাই দেশজুড়ে জিএসটি পরিষেবা চালু হয়। যার অর্থ, ‘এক দেশ এক কর।’ অর্থাৎ কেন্দ্র ও রাজ্য আলাদা আলাদা কর নিতে পারবে না। কেন্দ্র একবারে কর নেবে। পরিবর্তে ৫ বছর রাজ্যকে ক্ষতিপূরণ দেওয়া হবে। এই কর কাঠামো চালুর সময় কেন্দ্রের মোদি সরকারকে সমর্থন করেছিল তৃণমূল।


Sudipto

সম্পর্কিত খবর