বুদ্ধদেবের কথা স্মরণ করিয়ে দুর্নীতি নিয়ে পাল্টা বামেদের তুলোধোনা মমতার

Published On:

বাংলাহান্ট ডেস্ক : তৃণমূলের (TMC) বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে আক্রমণ শানিয়ে লড়াইয়ে ফিরছে সিপিএম (CPM)। এই অবস্থায় বুদ্ধদেব ভট্টাচার্যের কথা টেনে পাল্টা আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার শিক্ষক দিবসের অনুষ্ঠানে সিপিএমের আমলের দুর্নীতির প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। এদিন মমতা বলেন, ‘সব ডিপার্টমেন্টে সিপিএম গেঁথে বসে আছে। সিপিএমের আমলের একটাও কাগজ নেই। আমরা কিচ্ছু খুঁজে পাইনি। আলমারি পাইনি। আমাদের আমলের কাগজ আছে বলেই তো ভুলটা ধরতে পারছেন!’

এরপরেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharya) প্রসঙ্গ সামনে আনেন মমতা। আটে দশকের শেষে জ্যোতি বসুর মন্ত্রিসভাকে ‘চোরেদের মন্ত্রিসভা’ বলে মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন বুদ্ধবাবু। গাড়ি, নিরাপত্তারক্ষী ছেড়ে ঢুকে গিয়েছিলেন গোঁসাঘরে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘বুদ্ধবাবুর কথা আমার মনে আছে? চোরেদের মন্ত্রিসভায় আর কাজ করব না। বিনয় চৌধুরী বলেছিলেন, গভর্মেন্ট অফ দ্য কন্ট্রাক্টর, ফর দ্য কন্ট্রাক্টর, বাই দ্য কন্ট্রাক্টর। আমার একটু একটু মনে পড়ে সেসব!’

বাংলার বুকে সিপিএমের নেতারা অনেকেই দাবি করছেন বাম জমানায় সরকারের শীর্ষস্তরে এইরকম পাহাড় প্রমান দুর্নীতি ছিল না। সেই কাল্পনিক ঘটনাকেই চ্যালেঞ্জ জানাতে মমতা পাল্টা এই ধারণা তৈরি করতে চাইলেন যে বুদ্ধদেব ভট্টাচার্যই তাঁদের গোটা মন্ত্রিসভাকে একটা সময় চোর বলেছিলেন। বর্ধমানের বিনয় চৌধুরী বলেছিলেন ঠিকাদারদের সরকার।

মমতা এদিন আরও বলেন, ‘কয়েকটা ছেলেমেয়ে বসেছিল রাস্তায়, একটা চাকরির জন্য। আমার সঙ্গে দেখা হয়েছিল। আমি তখন বলেছিলাম, এদের চাকরিটা করে দিন। আমায় তখন তখনকার এডুকেশন মিনিস্টার বলেছিলেন যে, এদের নাম্বার পারমিট করছে না। তাও আমি বলেছিলাম, আমি তো একটু বেড়ে খেলি, আমার একটু দয়ামায়া বেশি, তাই বেশিগালাগালিও খাই। আমি বলেছিলাম, এদেরটা করে দিন না!’

যে সময়ের কথা মমতা বলছেন সেই সময় শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। অনেকেই মনে করছেন নিয়োগ দুর্নীতি এবং জটিলতার সমস্ত দায় এড়াতে এদিন পার্থর ঘাড়েই চাপাতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। বোঝাতে চেয়েছেন, তিনি বারবার বলেছিলেন, কিন্তু তৎকালীন শিক্ষামন্ত্রী শোনেননি।

X