‘বিজেপির মিছিলে লোক হয়নি’, মেদিনীপুর থেকে ‘নবান্ন অভিযান’-কে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার বুকে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) দুর্নীতি এবং অপশাসনের বিরুদ্ধে এদিন নবান্ন অভিযানের ডাক দেয় রাজ্য বিজেপি (Bharatiya Janata Party) নেতৃত্ব আর সেই অভিযানকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দাবি, “বিজেপির নবান্ন অভিযানের লোক হয়নি।”

সাম্প্রতিক সময়ে বাংলায় একের পর এক দুর্নীতি মামলায় সরগরম রাজনীতি। শাসক দলকে একঘরে করতে মরিয়া বিরোধী দলগুলি ইতিমধ্যে প্রতিবাদ মিছিলে পা মিলিয়ে চলেছে। একইসঙ্গে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নবান্ন অভিযানের ডাক দেয় বিজেপি, যা ঘিরে চাঞ্চল্য ছড়ায় বাংলার সর্বত্র।

বিজেপির ঘোষণা মতো এদিন সকাল থেকে কলকাতার পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তে একাধিক বিশৃঙ্খলার ছবি সামনে আসতে থাকে। একদিকে যখন তমলুকে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত প্রধানকে মারধর করে বিজেপি কর্মী সমর্থকরা, আবার অপরদিকে একাধিক স্থানে বিজেপি কর্মীদের আটক করে পুলিশ। তবে এর মাঝেই এদিন মেদিনীপুর জেলা নেতৃত্বের বৈঠক থেকে নবান্ন অভিযানকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “বেলুন ফুটো হয়ে গিয়েছে। একে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওদের মিছিলে লোক হয়নি।”

একইসঙ্গে এদিন তমলুকে বিরোধী কর্মী সমর্থকদের হাতে মার খাওয়া তৃণমূল পঞ্চায়েত প্রধান তারক জানার শারীরিক পরিস্থিতি প্রসঙ্গে খোঁজ নেন মুখ্যমন্ত্রী। পরবর্তীতে মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁর বাড়ির উদ্দেশ্য তৃণমূল নেতারা রওনা দিয়েছেন বলে জানা যাচ্ছে।

Bjp nabanna

উল্লেখ্য, বিজেপির নবান্ন অভিযান ঘিরে এদিন বেশ কয়েকটি বিশৃঙ্খলার ছবি সামনে এসেছে। সাঁতরাগাছিতে রওনা দেওয়ার মুহূর্তে এদিন আটক করা হয় শুভেন্দু অধিকারী ও লকেট চট্টোপাধ্যায়কে। সেই সময় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়তেও দেখা যায় বিরোধী দলনেতাকে। আবার অপরদিকে, এমজি রোডে পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। সব মিলিয়ে বিজেপির নবান্ন অভিযান ঘিরে সরগরম রাজনৈতিক প্রেক্ষাপট আর তার মাঝে মুখ্যমন্ত্রীর বক্তব্য বিতর্ক আরো উস্কে দিল বলেই মত বিশেষজ্ঞদের।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর