বাংলা হান্ট ডেস্ক : বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সাগরদিঘিতে উপনির্বাচনের প্রচারে গিয়ে বিজেপি-কংগ্রেস ও সিপিএমের ‘অশুভ আঁতাঁতে’র অভিযোগ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুধু কথার কথা নয় বরং রোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসের ছবি দেখিয়ে কংগ্রেস-বিজেপি যোগের প্রমাণ দেওয়ার দাবিও করেন তিনি। আর আজ উপনির্বাচনে পরাজিত হয়ে ওই একই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এর আগে অভিষেক অধীর চৌধুরীর নাম না করে মীরজাফর বলে কটাক্ষ করেছেন। তিনি বলেছিলেন,’অনেকেই ভাবছেন উপনির্বাচনের কোনও গুরুত্ব নেই। কারণ, এই ভোটে তো আর মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী নির্বাচিত হবে না। জেলা পরিষদও ঠিক হবে না। মুর্শিদাবাদ জেলা ২০ জন বিধায়ক দিয়ে আমাদের কৃতজ্ঞ করেছে। কিন্তু সাগরদিঘির উপনির্বাচন ২০২১ সালের ভোটের থেকেও গুরুত্বপূর্ণ। কারণ, এই ভোটে বিরোধীরা সব জোট বেঁধেছে। তাই তাদের জোট ভেঙে দিতেই হবে।’
এ দিন সভামঞ্চে অভিষেক বলেন,’বায়রন বিশ্বাস পদ্মফুল মনোনীত কংগ্রেস প্রার্থী হয়েছেন। আপনারা দেখতে চান,আমার কথা সত্যিই কি না, দেখুন আপনারা। এ বার তো বিশ্বাস হবে। আমি এক কথার ছেলে।’ তার পরই তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং জঙ্গিপুর জেলা তৃণমূলের সভাপতি তথা সাংসদ খলিলুর রহমানকে ডেকে একটি ফ্লেক্স তুলে ধরেন অভিষেক। তাতে দেখা যাচ্ছে, কংগ্রেসের প্রার্থী বায়রনের সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু।
শুধু তাই নয় বিরোধী দলনেতার সভার একটি অংশ এ দিন শোনান অভিষেক। সেখানে শুভেন্দুকে বলতে শোনা গিয়েছে,’সনাতনী বুথে আপনারা পদ্মফুল ফুটিয়ে দিন। সংখ্যালঘু বুথে যাতে তৃণমূল না জেতে সেই ব্যবস্থা আমরা করব।’ এরপরই অভিষেকের প্রশ্ন, ‘কী ব্যবস্থা করবেন? কার সঙ্গে হাত মিলিয়েছেন? মীরজাফরের নাম কী?’ যা নাম না করে অধীর চৌধুরীকেই নিশানা করেন অভিষেক।
অভিষেক এদিন আরও বলেছিলেন, ‘ব্যবস্থাটা কী? নিজেকে জিজ্ঞেস করুন উত্তর পেয়ে যাবেন। রাবণের দশ মাথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা লড়াই করছে তাদের তিন মাথা। অধীর, সুজন-সেলিমরা বিজেপির বিরুদ্ধে কোনও কথা বলে না। অমিত শাহ, সুকান্ত মজুমদারদের বিরুদ্ধে কথা বলতে চায় না।’ আর এদিন নির্বাচনে হেরেই কার্যত একই সুর শোনা গেল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। তবে বিজেপি বা কংগ্রেসের পক্ষ এখনও এই মন্তব্যের কোনও জবাব আসেনি বলেই জানা যাচ্ছে।