বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) সম্প্রতি ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে কলকাতা হাই কোর্ট। ডিভিশন বেঞ্চের এই সিদ্ধান্তের ফলে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার মানুষ। এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছিলেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। এবার এই মন্তব্যের পাল্টা দিলেন তৃণমূল নেত্রী।
তমলুকের (Tamluk) জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘যিনি এখানে দাঁড়িয়েছেন, তিনি ভাবছেন এটাও হয়তো বিচারালয়। সেই জন্য কখনও কখনও তিনি বলছেন, পদত্যাগ করতে হবে। আমি বলি আগে নিজে দেহত্যাগ করুন, তারপর নাহয় পদত্যাগের কথা বলবেন। প্রথমে নিজের লজ্জা ঢাকুন। আপনি বিচারালয়ের কলঙ্ক। বিচারালয়কে আপনি কালিমালিপ্ত করেছেন। মানুষের কাছে এসে মানুষের কথা বলার কোনও অধিকার আপনার নেই’।
এরপর সরাসরি দেবাংশুর (Debangshu Bhattacharya) সঙ্গে লড়ার ডাক দিয়ে মমতা বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল দেওয়ার আগে আমি বলব মমতা তো অনেক দূরের কথা। আগে আপনি দেবাংশুর সঙ্গে লড়ে দেখান। তারপর অন্য কারোর সঙ্গে লড়বেন। আমরা এখানে অন্য প্রার্থী দিইনি। কেন দিইনি? জেনেশুনে ইচ্ছে করে দিইনি’।
আরও পড়ুনঃ আগেই CBI তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট! ভোটের মাঝেই সন্দেশখালি নিয়ে চরম পদক্ষেপ মমতার
এরপর দেবাংশুকে পরামর্শ দিয়ে মমতা বলেন, ‘উনি মিথ্যে বলে ছাত্রছাত্রীদের সবচেয়ে বেশি চাকরি খেয়েছে। তোমার বলার থাকলে বলতেন যে এটা ভুল হয়েছে, ঠিক করে নাও। আমার তাতে কোনও অসুবিধা নেই। কিন্তু তুমি এক কথায় সবার চাকরি খেয়েছ। তোমায় ছেড়ে দেব? আমি দেবাংশুকে বলব যে যে যে পরিবারের চাকরি গিয়েছে, সেই পরিবারগুলোকে নিয়ে এসেছে তাঁদের কষ্টের কথা সাধারণ মানুষকে জানাবে’।
এরপর তমলুকের পদ্ম প্রার্থীকে নিশানা করে মমতা বলেন, ‘যাকে প্রার্থী করার হয়েছে। মহানুভব একজন। ভগবানের পরেই উনি! নাকি ভগবানের উপরেই হবেন? কথায় কথায় ছাত্রছাত্রীদের, চাকরিপ্রার্থী চাকরি খেতেন’। সোমবার যে ২৫,৭৫৩ জন চাকরি হারিয়েছেন, সেটার সূচনা অভিজিৎই করেছিলেন বলে দাবি করেন তৃণমূল নেত্রী।