বাংলা হান্ট ডেস্কঃ দলের প্রধান তিনি। তাই দলে তাঁর কথাই শেষ কথা। বিগত কয়েকদিনে দলের বৈঠক হোক কিংবা রাজনৈতিক সভা সব জায়গা থেকেই হাবেভাবে এমনটাই বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তাই চতুর্থবার নীল বাড়ি দখলের আগে ঘুঁটি সাজাতে ব্যস্ত দলনেত্রী। নির্বাচনকে পাখির চোখ করে দলীয় শৃঙ্খলা রক্ষার ব্যাপারে বিরাট কড়া মুখ্যমন্ত্রী। সোমবার বিধানসভা পরিষদীয় দলের বৈঠক থেকে এমনই বার্তা দিয়েছেন তিনি। স্পষ্ট জানিয়ে দিয়েছেন কেউ যদি দলীয় শৃঙ্খলা না মানেন তাহলে কোনোভাবেই তাঁকে রেয়াত করা হবে না।
বেফাঁস মন্তব্য প্রসঙ্গে কড়া বার্তা মমতার (Mamata Banerjee)
সূত্রের খবর,আজ বৈঠকে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানিয়েছেন, ‘অনেকেই বারবার ভুল করছে। আবার বারবার ক্ষমা চাইছে। এটা অনেকের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। বারবার ভুল করলে আর ক্ষমা করা হবে না।’ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন মমতা। তাই দলের বিধায়ক থেকে শুরু করে মন্ত্রী সবাইকে সতর্ক করেই রাজ্যের প্রশাসনিক প্রধান স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলের অনুমতি ছাড়া কোন বেফাঁস মন্তব্য করা যাবে না। এ প্রসঙ্গে বারবার ক্ষমা করা যাবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি।
প্রসঙ্গত সম্প্রতি দল বিরোধী মন্তব্য করার অভিযোগ উঠেছিল কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের বিরুদ্ধে। এছাড়া মাঝেমধ্যেই মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধেও এই ধরনের বেফাঁস মন্তব্য করার অভিযোগ ওঠে। তবে শুধু মদন মিত্র কিংবা হুমায়ুন কবিরই নন বেফাঁস মন্তব্য করে ইতিপূর্বে একাধিকবার দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে তৃণমূলের একাধিক বিধায়ক-মন্ত্রীর বিরুদ্ধে।
সোমবার, সরাসরি কারও নাম উল্লেখ না করলেও মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কার্যত ওয়ার্নিং দিয়ে বুঝিয়ে দিয়েছেন এরপরেও না শুধরালে আরও কড়া শাস্তির মুখে পড়তে হবে। সে মন্ত্রী হন কিংবা দীর্ঘদিনের বিধায়ক। প্রসঙ্গত ইটাহারের কর্মীদের সঙ্গে বসে ১২ থেকে ১৪ ঘন্টা জনসংযোগ করেছিলেন বিধায়ক মোশারেফ হোসেন। এদিনের বৈঠকে তাঁর দরাজ প্রশংসা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ওকে দেখে আপনারা শিখুন কীভাবে কর্মীদের সঙ্গে নিয়ে একসঙ্গে চলা যায়।’
আরও পড়ুন: কনকনে ঠান্ডায় বৃষ্টিতে ভিজবে বাংলার ২ জেলা! কেমন থাকবে আবহাওয়া? জানিয়ে দিল আলিপুর
পাশাপাশি জামুরিয়ার বিধায়ক নরেন চট্টোপাধ্যায় ও আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়কে ধমক দিয়ে মুখ্যমন্ত্রী এদিন বললেন, ‘আপনাদের নিজেদের ঝামেলায় তো কান পাতা দায়।নিজেদের দ্বন্দ্ব মেটাও।’ মালদহে ক্ষেত্রেও সাবিনা ইয়াসমিন ও রহিম বক্সিকে ধমক দিয়ে অবিলম্বে নিজেদের ঝামেলা মেটানোর নির্দেশ দিয়েছেন দলনেত্রী (Mamata Banerjee)।
খুব তাড়াতাড়ি সংগঠনের অভ্যন্তরে যে রদবদল হতে চলেছে সে কথাও এদিন স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর বৈঠকে বিধায়কদের তিনি বলেছেন আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে বিধানসভা এলাকায় দলের বিভিন্ন গণ সংগঠনের প্রতিনিধি কমিটির জন্য তিনজনের নাম অরূপ বিশ্বাসের কাছে জমা দিতে হবে। তারপরেই কমিটি বিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি। পর্যবেক্ষকদের একাংশের মতে দলের রাশ যে এখনও তাঁর হাতেই রয়েছে এদিন আরও একবার সেটা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।