বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই বাংলায় শুরু হচ্ছে বিধানসভা নির্বাচন। তাই আরও একবার ‘নীলবাড়ি’ নিজের দখলে রাখতেই মরিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাই শিক্ষা-থেকে স্বাস্থ্য, কিংবা শিল্প থেকে চাকরি সবদিকেই এখন চলছে তাঁর কড়া নজরদারি। ‘বাংলায় শিল্প নেই!’ এই অভিযোগে বিরোধীরা হামেশাই কাঠগড়ায় তোলেন তাঁকে। তবে এবার সেই বদনাম ঘোচাতে তোড়জোড় শুরু করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
কড়া বার্তা মমতার (Mamata Banerjee)
কিছুদিন আগে, কলকাতায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের পর সোমবার প্রথম নবান্নে শিল্প বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বরাবরের মতো সেখানেও এদিন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে জোর দেওয়ার কথা বললেন তিনি। একইসাথে এদিন ‘লালফিতের জট’ কাটাতেও কড়া ডোজ দিলেন মুখ্যমন্ত্রী।
নবান্নের বৈঠক থেকেই এদিন তাঁর নির্দেশ, যে ফাইল আটকে রয়েছে, তা কেন আটকেছে, অবিলম্বে তা খতিয়ে দেখে এই সমস্যার সমাধান করতে হবে। তাই তিনি এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন এক্ষেত্রে কোনোরকম ঢিলেমি বরদাস্ত করা হবে না। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মলনের পরই মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানিয়েছিলেন দেশ বিদেশের বহু শিল্পপতি বাংলায় লগ্নি করার ইচ্ছা প্রকাশ করেছেন।
আরও পড়ুন: আবাস প্রকল্পে থমকে বাড়ি তৈরির কাজ! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য, বিরাট হৈচৈ
সোমবারের শিল্প বৈঠক থেকে স্টেট লেভেল সিনার্জি কমিটি তৈরির কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জানা যাচ্ছে, প্রত্যেক ৪ সপ্তাহ পর ওই বৈঠক করবে এই কমিটি। প্রসঙ্গত দীর্ঘদিন ধরে বহু ফাইল আটকে থাকার কারণে আটকে রয়েছে বেশ কিছু ক্ষুদ্র ও মাঝারি শিল্প। সেই সমস্যা সমাধান করতেই এবার আধিকারিকদের তৎপর হওয়ার কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এপ্রসঙ্গে তাঁর কড়া নির্দেশ, ‘গড়িমসির জন্য বাংলার ভবিষ্যৎ যেন বিপন্ন না হয়।’
প্রসঙ্গত, বিভিন্ন কারণবশত স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে হামেশাই টাকা চাওয়ার অভিযোগ ওঠে। এপ্রসঙ্গে এদিন আগাম সতর্ক করে দিয়ে মুখ্যমন্ত্রী বললেন, ‘কেউ টাকা চাইলে সরাসরি অভিযোগ করুন। সরকারি কাজের জন্য কারও থেকে টাকা নেওয়া অপরাধ।’ একইসাথে এদিন তিনি জানালেন জেলায় জেলায় কো-অর্ডিনেশন কমিটি তৈরির করার কথাও। একাধিক জায়গায়, বহুতল তৈরির জন্য বসতি উচ্ছেদ করা হচ্ছে। এপ্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন, বসতি ফাঁকা করে বিল্ডিং তৈরী করা যাবে না। তাই এর জন্য ফাঁকা জমি ব্যবহার করার নির্দেশ দিয়েছেন তিনি।