‘ফাঁসির দাবিতে রাস্তায় নেমেছিলাম’! RG Kar কাণ্ডে সঞ্জয়ের সাজা ঘোষণার আগে বড় দাবি মমতার

বাংলা হান্ট ডেস্কঃ আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ হত্যাকাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। তার আগেই আরজিকর কাণ্ডে বড় মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নির্যাতিতার পরিবার থেকে শুরু করে সবাই চান অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে মৃত্যদণ্ড দেওয়া হোক।

 আরজি কর কাণ্ডে সঞ্জয়ের সাজা ঘোষণার আগে বড় দাবি মমতার (Mamata Banerjee)

সোমবার সাজা ঘোষণার ঠিক আগে জেলা সফরে যাওয়ার আগে একই কথা শোনা গেল খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) মুখেও। আজ  সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন, ‘সবাই চান, ফাঁসির সাজা হোক। প্রথমে তো আমিই ফাঁসির দাবি তুলে রাস্তায় নেমেছিলাম। সবাই নেমেছিল। আগের কয়েকটা ধর্ষণ-খুন মামলায় দোষীদের মৃত্যুদণ্ড শুনিয়েছে আদালত। খুব ভালো কাজ করেছে পুলিশ। তবে বিচারকদের সাজা ঘোষণা করতে একটু সময় লাগে। সবদিক খতিয়ে দেখেই তাঁরা রায় দেন।’

প্রসঙ্গত গত বছরের আগস্ট মাসে কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল ডাক্তারি পড়ুয়া তরুণীর রক্তাক্ত ক্ষত-বিক্ষত দেহ। পরে জানা যায় নির্মমভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে তাঁকে। এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় হয়ে ওঠে গোটা দেশ-রাজ্য-রাজনীতি। তিলোত্তমার বিচারের দাবিতে জুনিয়র চিকিৎসকদের সাথেই আন্দোলনে সামিল হয়েছিলেন আমজনতা।

গত বছরেই আর জি করের নৃশংস ঘটনার দিন তিনেকের মাথায় সুবিচারের আশ্বাস দিয়ে তিলোত্তমার বাড়ি গিয়ে দেখা করে এসেছিলেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। সন্তানহারা বাবা-মা’কে বিচার পাইয়ে দিতেই অভিযুক্তদের গ্রেপ্তারির সময়সীমা বেঁধে দিয়ে কড়া দিয়েছিলেন পুলিশকে।

আরও পড়ুন: ক্যারম খেললেন, খেয়েছেন খাবার! সাজা ঘোষণার আগে জেলে কীভাবে ছিলেন সঞ্জয় রায়?

শুরু থেকেই এই মামলার দ্রুত বিচার চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। পরে অবশ্য আদালতের নির্দেশ এই মামলার তদন্তভার তুলে দেওয়া হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর হাতে। সেসময় দ্রুত তদন্ত শেষ করে দোষীকে ফাঁসি দেওয়ার দাবিতে পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী এবং মহিলা তৃণমূলের সদস্যরাও।

Mamata Banerjee

দীর্ঘ ৫ মাস পর শনিবারেই এই মামলায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বান দাস। অবশেষে আজ ১৬৪ দিনের মাথায় তার সাজা ঘোষণা করা হবে। বিচারক জানিয়েছেন দোষী সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের ফাঁসি অথবা যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি হতে পারে। এখন শেষ পর্যন্ত সঞ্জয় কি শাস্তি পায় সেদিকেই তাকিয়ে গোটা দেশ। আর আগেই আজ এই সঞ্জয় রায়কে নিয়ে বড় মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। 

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর