বিরোধী জোটের নেতৃত্ব দিচ্ছেন? বিদেশের মাটিতে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের প্রশ্নে ‘তিন শব্দে’ উত্তর মমতার

বাংলা হান্ট ডেস্ক: দেশ শাসনের জন্য বিরোধী জোটের নেতৃত্ব কি তিনি দিতে চলেছেন? বিদেশের মাটিতে এই প্রশ্নের মুখে পড়লেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সকালে স্পেনের রাজধানী মাদ্রিদে যাওয়ার জন্য বিমানবন্দরে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেই সময় সেই বিমানবন্দরেরই লাউঞ্জে ছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে (Ranil Wickremesinghe)। হঠাৎ এই দেখায় দু’জনের মধ্যে কুশল বিনিময় হয়।

সেই সময়ই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিক্রমসিঙ্ঘে বলেন, ‘আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি?’ মুখ্যমন্ত্রী সম্মতি জানালে তিনি বলেন, ‘আপনি কি বিরোধী জোটের নেতৃত্ব দেবেন?’ উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় ‘ওহ্ মাই গড’ বলেই হেসে দেন।

শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে তাঁর সাক্ষাতের বিষয়টি ফেসবুকে লিখেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তিনি সেখানে জানিয়েছেন, ‘দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কিছুক্ষণ আমার সঙ্গে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা হয়। কলকাতায় বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের (BGBS) জন্য আমি তাঁকে আমন্ত্রণ জানিয়েছি। তিনিও শ্রীলঙ্কায় (Sri lanka) আসার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছেন।’ উল্লেখ্য, মঙ্গলবারই বিদেশ‌ সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল দুবাইতে ছিলেন। আজ মাদ্রিদে যাচ্ছেন। এরপর যাবেন বার্সেলোনায়। ১১ দিনের এই সফরে তাঁর একাধিক বৈঠক রয়েছে। কলকাতায় ফিরবেন ২৩ সেপ্টেম্বর।

প্রসঙ্গত, আর কয়েক মাস পরেই দেশে লোকসভা নির্বাচন (Loksabha Election)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ‘ইন্ডিয়া’ জোট কোমর বেঁধে নেমেছে। তাদের একের পর এক বৈঠক হচ্ছে। কিন্তু এখনও জোটের মুখ কে হবেন তা ঠিক হয়নি। এই পরিস্থিতিতে এই জোটের অন্যতম প্রধান কাণ্ডারী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রেও চর্চা শুরু হয়েছে।

Avatar
Monojit

সম্পর্কিত খবর