এবার করোনা নিয়ে রাজ্যের মানুষদের সচেতন করার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাদ্ধায়

চিনের সঙ্গে সঙ্গে সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের (Cororna Virus) আতঙ্ক। এমনকি ভারতেও এই মারণ ভাইরাসের সংক্রমণ নিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন মানুষ। চিনে এখনও পর্যন্ত ৩০০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। বহু মানুষ আক্রান্ত এই ভাইরাসে। মাস্ক ছাড়া বাড়ির বাইরে বেরই হচ্ছেন না মানুষ। চিনে অব্যাহত রয়েছে মৃত্যুমিছিল।

জানুয়ারিতে কেরালায় করোনাভাইরাস ভারতে প্রবেশ করেছিল এবং একমাসেরও বেশি পরে, লক্ষ লক্ষ ভারতীয়ের তদন্তের আওতায় করোন ভাইরাসের ৪৩ টি নিশ্চিত ঘটনা দেখা গেছে। করোনভাইরাস প্রাদুর্ভাব ভারতীয় অর্থনীতিকে আঁকড়ে ধরার সাথে সাথে নিরাময়ের হাত থেকে দূরে থাকায় দেশটি প্রতিরোধের দিকে মনোনিবেশ করতে শুরু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার এই রোগ প্রতিরোধের জন্য হোমিওপ্যাথির পরামর্শ দিয়ে একটি পরামর্শক জারি করেছিলেন। একই পরামর্শক্রমে বেশ কয়েকটি ইউনানী ওষুধও দেওয়া হয়েছিল।সরকারের অভ্যন্তরে বিভিন্ন সংস্থাও অন্যান্য পদক্ষেপ গ্রহণ করছে।corona virus 4আর এবার পিছিয়ে থাক্লো না মমতার সরকার। কারন তিনি রাজ্যে ইতিমধ্যেই দিয়েছে সতর্ক বার্তা। শুক্রবার তিনি জানান এই পরিস্থিতিতে “হাত মেলানোর প্রয়োজন নেই, শুভেচ্ছা বিনিময়ে নমস্কার করুন”। এই সময় মন দিয়ে না ভেবে মাথা দিয়ে ভাবা উচিত নিজেকে বাচাতে আর সুস্থ থাকার জন্য যা করা দরকার তাই তাই করা উচিত। তিনি আরো বলেন “সব মশা কামড়ালেই ডেঙ্গু হয় না। যেমন সব মাছ ইলিশ নয়, তেমন সমস্ত সর্দি-কাশিই করোনাভাইরাসের সংক্রমণ নয়”।

এর আগে বিজেপির তরফ থেকে রাজ্য প্রচার চালাতে দেখা গেছে। পাশাপাশি দেখা গেছে মাস্ক বিলোতে। আরো অনেক বার্তা দিয়েছে বিজেপি, বিজেপির একাধিক নেতা এই নিয়ে নানা মত দিয়েছে, আর এবার পিছিয়ে থাকলেন না মমতা। তিনি রাজ্যের মানুষদের সতর্ক করে একাধিক কথা বলেন,  আর তার থেকেও বড় কথা তিনি সুস্থ থাকার বার্তা দেন।

 


সম্পর্কিত খবর