বড়ো সিদ্ধান্ত তৃণমূলের, ভারত বনধকে জানালো নৈতিক সমর্থন

বাংলা হান্ট ডেস্ক: কৃষি আইন প্রত্যাহারের দাবিতে চলা কৃষক বিদ্রোহর আঁচ আরও বাড়াতে ও সরকারের ওপর চাপ বৃদ্ধি করতে আগামী ৮ ডিসেম্বর সারা ভারত বনধের ডাক দিয়েছেন বিদ্রোহী কৃষকরা। সেই বনধকে সমর্থন আগেই জানিয়েছে কংগ্রেস ও বামফ্রন্ট। আর এবার রাজ্যের শাসক দল তৃণমূলও (All India Trinamool Congress) সেই বনধকে নৈতিক সমর্থন জানাল। যদিও সেই বনধ সফল করতে সেদিন রাস্তায় তৃণমূল নামবে না। অনেকটা ‘ধরি মাছ ছুঁই না পানি’র মতো অবস্থা।

গতকাল কলকাতায় অকালি দলের সদস্যদের সঙ্গে বৈঠক করেন সুদীপ ব্যানার্জী। সেই বৈঠকের পরেই বনধ সমর্থনের কথা জানানো হয় তৃণমূলের পক্ষ থেকে। কৃষি আইনের বিরোধিতায় আগামী সপ্তাহে টানা কর্মসূচীর কথা আগেই ঘোষণা করেন মমতা ব্যানার্জী। ১০ ডিসেম্বর ধর্মতলায় এই নিয়ে সমাবেশও করবেন মুখ্যমন্ত্রী। কৃষি আইনকে সামনে রেখে সকল বিরোধী দলকে এককাট্টা হওয়ার ডাক দিয়েছেন তিনি।

গত শুক্রবারই মুখ্যমন্ত্রীর নির্দেশে দিল্লির সিঙ্ঘু সীমান্তে বিক্ষোভরত কৃষকদের সঙ্গে দেখা করেছিলেন ডেরেক ও’ব্রায়েন। তখন কৃষকদের সঙ্গে ফোনে কথা বলেন মমতা। এই ইস্যু নিয়ে দিল্লি ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর সঙ্গেও আলোচনা করেন তিনি। এছাড়া তৃণমূলের কৃষক সংগঠনকেও জেলায় জেলায় বিভিন্ন কর্মসূচী নেওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

সম্পর্কিত খবর