‘রেশন দুর্নীতিকাণ্ডে জড়িয়ে মমতা, তার ভূমিকা খতিয়ে দেখা হোক’, ED-র কাছে আর্জি

বাংলা হান্ট ডেস্কঃ রেশন বন্টন দুর্নীতি (Ration Scam) নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। এরই মধ্যে বিস্ফোরণ ঘটালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রেশন দুর্নীতির সঙ্গে জড়িত খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঠিক এই অভিযোগই তুললেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত বৃহস্পতিবার ভোরে রেশন দুর্নীতি মামলার তদন্তে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) বাড়িতে হানা দেয় ইডি। ২১ ঘন্টা টানা তল্লাশি ও জিজ্ঞাবাদের পর রাত ৩ টে বেজে ২০ মিনিটে তাকে নিজের বাড়ি থেকে গ্রেফতার করে ইডি। পার্থের পর রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর গ্রেফতারি রীতিমতো সাড়া ফেলে দিয়েছে গোটা রাজ্যে।

রাতেই জ্যোতিপ্রিয়কে সিজিও কমপ্লেক্সে নিজেদের দফতরে নিয়ে যায় ইডি। সিজিওতে ঢোকার সময় সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “আমি গভীর ষড়যন্ত্রের শিকার হলাম। শুধু এটুকুই বলে গেলাম। আমাকে শিকার করলেন তারা। ভারতীয় জনতা পার্টি খুব ভাল কাজ করেছে।”

আরও পড়ুন: অনুব্রত জেলে, এদিকে তার ভাইকে শুঁটিয়ে লাল করে দিল দুষ্কৃতীরা! রক্তারক্তি কাণ্ড দেখেও চুপ পুলিশ

শুক্রবারর স্বাস্থ্যপরীক্ষার জন্য মন্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় জ্যোতিপ্রিয় ফের বলেন, ‘‘ আমার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। বিজেপি এবং শুভেন্দু অধিকারী এই চক্রান্তে জড়িত।’’ আর এবার মন্ত্রীর পাল্টা শুভেন্দু। শুভেন্দুর দাবি, কেন্দ্রীয় সংস্থার হাত থেকে বাঁচাতেই জ্যোতিপ্রিয়কে ২০২১ সালে আর খাদ্যমন্ত্রীর আসন দেননি মমতা।

 jyotipriya jail

বিস্ফোরক অভিযোগ তুলে শুভেন্দু বলেন, “জ্যোতিপ্রিয়কে খাদ্য দফতর থেকে সরিয়ে দিলেও বেআইনি ভাবে টাকা তোলা বন্ধ হোক, এটা মমতা চাননি। তাই জ্যোতিপ্রিয়কে পশ্চিমবঙ্গের প্রয়োজনীয় পণ্য সরবরাহ কর্পোরেশনের চেয়ারম্যান করে দেন মুখ্যমন্ত্রী। ” এই অভিযোগ তুলেই এবার রেশন বন্টন দুর্নীতি মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) কাছে আর্জি শুভেন্দুর।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর