আবাসের তালিকা তৈরী নিয়ে নতুন আপডেট! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্ক : দুর্নীতির অভিযোগে আগেই বাংলার আবাস যোজনা প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই জটিলতা কাটেনি এখনও। তাই বাংলার মানুষের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee) এবার সিদ্ধান্ত নিয়েছেন নিজস্ব টাকায় এই প্রকল্প তিনি  আবার চালু করবেন। উল্লেখ্য বাংলায় আবাস যোজনার উপভোক্তা তালিকা তৈরি ছিল আগেই।

আবাসের তালিকা যাচাই নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)

সম্প্রতি সেই তালিকার ‘রি-চেক’ করার নির্দেশ দিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । এরইমাঝে সম্প্রতি প্রশাসনিক সূত্রে এসেছে এক বড় আপডেট। জানা যাচ্ছে, এই তালিকা পুনরায় যাচাই করতে গিয়েই দেখা যায় আবাসের উপভোক্তা তালিকা থেকে নাম বাদ যাওয়ার ক্ষেত্রে অস্বাভাবিক হেরফের ঘটেছে।

যা নিয়ে এই মুহূর্তে বেশ চিন্তায় রয়েছে জেলা প্রশাসন। এই পরিস্থিতিতে একইসাথে গ্রাম পঞ্চায়েতের দেওয়া উপভোক্তা তালিকাও যাচাই করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। একইসাথে এই যাচাই পর্বে রাজ্যের বিভিন্ন প্রান্তের উপভোক্তা তালিকা থেকে নাম বাদ যাওয়া এবং অন্তর্ভুক্তি নিয়েও বিভিন্ন অভিযোগ এবং অসন্তোষ প্রকাশ্যে আসছে।

একইসাথে এই তালিকা থেকে নাম বাদ যাওয়ায় অনেকেই প্রশ্ন তুলছেন তালিকায় অন্তর্ভুক্ত অন্যান্যদের অন্তর্ভুক্তির যথার্থতা নিয়েও। তাই এই পরিস্থিতিতে আবাস যোজনার প্রকল্পে তালিকা নিয়ে নিয়মের কড়াকড়ি শিথিল করে মানবিক হয়ে তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ।

এছাড়াও জেলা শাসকের উদ্দেশ্যে নবান্নের (Mamata Banerjee) বার্তা যাচাই পর্বে মূল উপভোক্তা যদি অনুপস্থিত থাকেন তাহলেও এই প্রকল্পে ওই ব্যক্তির যাচাই প্রক্রিয়া আটকে থাকবে না বরং সংশ্লিষ্ট পরিবারের বাকি সদস্যদের ছবি এবং সই নিয়ে যাচাই সম্পন্ন করলে তা বৈধ বলেই ধরে নেওয়া হবে।

আরও পড়ুন : অভয়া তহবিলের ৪ কোটি দেওয়া হোক নির্যাতিতার বাবা-মাকে, জেডিএফ-কে ‘চ্যালেঞ্জ’ জেডিএ-র

প্রশাসনিক সূত্রে খবর এখনও পর্যন্ত এই তালিকা থেকে প্রায় ২০% নাম বাদ পড়েছে। এপ্রসঙ্গে পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, ‘নতুন নাম উপভোক্তা তালিকায় যুক্ত হবে না। শুধুমাত্র যাঁদের কাঁচা বাড়ি প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ভেঙে গিয়েছে, তাঁদের বাড়ি করে দেওয়া হবে মানবিক দিক থেকে।’

Mamata Banerjee

এই আবাস যোজনা প্রকল্পের তালিকা যাচাই প্রক্রিয়া নিয়ে জেলাশাসকদের কাছে  লিখিত বার্তায় পাঠানো হয়েছে। সেখানে প্রথম বার্তায় বলা হয়েছে, বাদ যাওয়া নামের পুনর্যাচাইয়ের দেখভাল  করবে জেলা প্রশাসন। ব্লকস্তরের সমীক্ষকের আপলোড করা ছবির যাচাই ছাড়াও চিহ্নিত করতে হবে ‘সন্দেহজনক’ ভাবে বাদ পড়া তালিকা। একই যাচাই হবে জেলাস্তরেও। বাতিল বা অন্তর্ভুক্তির সংখ্যা খুব বেশি বা কম হলে সেখানে আরও নিবিড় ভাবে যাচাই করতে হবে। প্রয়োজনে সেই ব্লক বা এলাকার গোটা অংশে প্রথম থেকে সমীক্ষা করতে হবে।

এছাড়াও দ্বিতীয় বার্তায় জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, কোনও পরিবারে যদি তথ্য যাচাই করতে গিয়ে দেখা যায় মূল উপভোক্তা অনুপস্থিত রয়েছেন সেক্ষেত্রে  তার স্ত্রী, মা, বাবা এবং প্রাপ্তবয়স্ক পুত্র বা কন্যার ছবি এবং সই নিয়ে যাচাই সম্পূর্ণ করা যাবে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর