‘৪১২ ফুটের দুর্গাও করতে পারেন, কিন্তু…’! এবার ‘সতর্ক’ করে দিলেন মুখ্যমন্ত্রী, কী নিয়ে জানেন?

বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজো মানেই বিরাট মণ্ডপ, আলোয় মোড়া রাস্তা আর মানুষের হইহই। প্রত্যেক বছরই রাজ্যের কোনও না কোনও প্যান্ডেল অভিনবত্বের কারণে সংবাদের শিরোনামে উঠে আসে। এবার যেমন ১১২ ফুটের দুর্গা বানিয়ে তাক লাগিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে নদিয়ার রানাঘাটের অভিযান সঙ্ঘ পুজো কমিটি। তবে অভিযোগ, তাতে পুলিশি অনুমতি মেলেনি। এই জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট অবধি। এমতাবস্থায় ১১২ ফুটের দুর্গা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

  • ‘সতর্ক’ করলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)

বৃহস্পতিবার নবান্নে স্বাস্থ্য বিষয়ক বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মমতা। সেখানে হাসপাতালের সুরক্ষা নিশ্চিত করতে ১০০ কোটি টাকা বরাদ্দ করা থেকে শুরু করে রাজ্য পুলিশে ১২,০০০ নিয়োগের কথা ঘোষণা করেন তিনি। একইসঙ্গে ১১২ ফুটের দুর্গা (Durga Puja) নিয়েও মুখ খোলেন।

মমতা (Mamata Banerjee) বলেন, ‘১১২ কেন, আপনারা ৪১২ ফুটের দুর্গা প্রতিমাও তৈরি করতে পারেন। কিন্তু পুজো কমিটিগুলিকে দায়িত্বশীল হতে হবে। দেখবেন, এমন কিছু করবেন না যাতে পদপিষ্ট হওয়ার মতো ঘটনা ঘটে’।

আরও পড়ুনঃ পুজোর আগেই মাথায় বাজ! শুরু হবে কড়াকড়ি! রাতের ঘুম উড়ল শিক্ষকদের

রানাঘাটের ১১২ ফুটের দুর্গা নিয়ে ইতিমধ্যেই হাইকোর্টে (Calcutta High Court) মামলা হয়েছে। অনুমতি চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন পুজো কমিটির সদস্যরা। পুজো উদ্যোক্তাদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামিম এই প্রসঙ্গে বলেন, বিগত প্রায় পাঁচ দশক ধরে এই ক্লাব পুজো করছে। কোনও বার অনুমতি নিয়ে সমস্যা হয় না।

Mamata Banerjee

এবার গত ৩ সেপ্টেম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুমতি চাওয়া হয়। সেই সময় কোনও সিদ্ধান্ত না জানানো হলেও কর্তৃপক্ষের তরফ থেকে কোনও আপত্তিও করা হয়নি। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই প্যান্ডেলের জন অনুমতি দেওয়া উচিত নয় বলার পরেই নাকি পুলিশ গিয়ে প্যান্ডেল তৈরিতে বাধা দেয়।

পুজো উদ্যোক্তাদের আইনজীবীরা বলেন, এবার ১১২ ফুটের দুর্গা বানাচ্ছে এই ক্লাব। যা কিনা নজির গড়তে পারে। রানাঘাটের ওই পুজো দেখতে রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধিরাও আসতে পারেন বলে জানিয়েছেন তাঁরা। পাল্টা রাজ্যের আইনজীবী আবার এই প্রেক্ষিতে দেশপ্রিয় পার্কের ৮৮ ফুটের দুর্গার কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, রানাঘাটের সংশ্লিষ্ট পুজোতেও পদপিষ্ট হওয়ার মতো আশঙ্কা। তাই ওই পুজোকে অনুমতি দেওয়া উচিত নয় বলে দাবি করে রাজ্য। এবার এই নিয়ে সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর