‘বাংলায় রয়াল বেঙ্গল টাইগার আছে” বিধানসভায় বিজেপিকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার থেকে রাজ্যের বিধানসভার অধিবেশন শুরু হয়েছে। আর প্রথম দিন থেকেই তুলকালাম কাণ্ড ঘটে চলেছে বিধানসভায়। প্রথমদিনে বিধানসভায় তুমুল হট্টগোল করে বিজেপি। এই হট্টগোলের কারণে রাজ্যপাল কোনওমতে তাঁর ভাষণ পড়ে বিধানসভার কক্ষ থেকে বেরিয়ে যান।

আর সেই ঘটনার জন্য বাংলার বাজেট অধিবেশন থেকে সাসপেন্ড হন বিজেপির দুই বিধায়ক মিহির গোস্বামী ও সুদীপ মুখোপাধ্যায়। এরপর আরও বিশৃঙ্খলা সৃষ্টি হয় বিধানসভার কক্ষে। বিজেপির বিধায়করা সতীর্থ দুই বিধায়কের সাসপেনশন তুলে নেওয়ার দাবিতে হইচই শুরু করে। এরপর তাঁরা ওয়াকআউট করে। আর এদিন বিধানসভা থেকেই বিজেপিকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা।

বুধবার বিধানসভায় ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। ওরা মানুষের কথা শোনে না। ওরা শুধু দাঙ্গা করে। ওদের একটাও আসন দেওয়া উচিৎ নয়। ওদের অপপ্রচারের জবাব দিয়েছে বাংলার মানুষ। বিজেপিকে বিঁধে মুখ্যমন্ত্রী বলেন, মনে রাখবেন বাংলায় রয়েল বেঙ্গল টাইগার রয়েছে। এবার বিজেপি পগার পার।

মুখ্যমন্ত্রী বলেন, নিজের এলাকায় জিততে না পেরে আবার বড়বড় কথা বলে। ওরা শুধু অশান্তি চায়। আমরা শান্তি চাই। ওরা কাজ করতে জানে না। আমরা শিক্ষাশ্রী, সবুজ সাথী সব করেছি। বাংলা পিছিয়ে পড়েছিল, আমরা উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছি।


Koushik Dutta

সম্পর্কিত খবর