তেলের দাম কমাতে বলেছিলেন মোদী, পাল্টা গ্যাসের দাম ৩০০ টাকা কমানোর দাবি মমতার

বাংলা হান্ট ডেস্কঃ বুধবার করোনা সংক্রান্ত বৈঠকে পেট্রোল-ডিজেলের দাম প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক প্রাঙ্গন আর এর মাঝেই প্রধানমন্ত্রীর পাল্টা হিসেবে গতকাল এবং আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য সেই আবহাওয়া আরও উত্তপ্ত করে দিয়েছে। এদিন নবান্নে সাংবাদিক বৈঠক থেকে রান্নার গ্যাসের প্রসঙ্গ তুলে কেন্দ্র সরকারকে তুলোধোনা করে ছাড়লেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, দেশে ক্রমবর্ধমান করোনা পরিস্থিতি নিয়ে বুধবার দেশের সকল রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর আচমকাই বৈঠক চলাকালীন তিনি পেট্রোল-ডিজেলের প্রসঙ্গ টেনে আনেন। কেন্দ্র সরকারের দ্বারা জ্বালানির ওপর কর কমানো হলেও একাধিক বিরোধী রাজ্যের এ প্রসঙ্গে উদাসীনতার চিত্র তুলে ধরেন তিনি। একাধিক রাজ্যের পেট্রোল-ডিজেল বাবদ কর না কমানো প্রসঙ্গে তিনি বক্তব্য রাখেন এবং স্বভাবতই তার এই আক্রমণের তালিকা থেকে বাদ যায়নি পশ্চিমবঙ্গ!

এর পরেই গতকাল নবান্ন থেকে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এদিন পুনরায় একবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় সরকারকে রান্নার গ্যাসের দাম প্রসঙ্গে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “কেন্দ্র সরকারের দ্বারা রান্নার গ্যাসের দাম যেভাবে বাড়ানো হয়েছে, তা এখনই কমানো হোক। বর্তমানে রান্নার গ্যাসের দাম অন্তত 300 টাকা কমানো উচিত।”

বর্তমানে রান্নার গ্যাসের দাম যে হারে বৃদ্ধি পেয়ে চলেছে, তাতে নাজেহাল সকল দেশবাসী। সিলিন্ডার প্রতি গ্যাসের দাম হাজার টাকা ছাড়িয়েছে। তবে রান্নার গ্যাসের প্রসঙ্গ তুলে কেন্দ্র সরকারকে আক্রমণ এই প্রথম নয়! এর পূর্বেও বিধানসভা নির্বাচনের সময় কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা তো 2 টাকায় চাল দিয়ে চলেছি আর সেই চাল ফোটাতে মানুষের হাজার টাকা খরচ হচ্ছে। আপনারা বিজেপিকে ভালো ভাবে ফুটিয়ে দিন।”

এদিন সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, “গতকাল বৈঠকটি আসলে করোনার কারণে নয়, বরং পেট্রোল-ডিজেলের দাম প্রসঙ্গে বিরোধীদের আক্রমণ করার জন্য ডাকা হয়। প্রধানমন্ত্রী গতকাল যে সকল বক্তব্য রাখেন তা শুধুমাত্র পেট্রোল-ডিজেলের দাম বাবদ যে সমস্যা সৃষ্টি হয়েছে, তার দায় নিজেদের কাঁধ থেকে ঝেড়ে ফেলার কৌশল।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর