মণিপুরে একবার যেতে পারলো না? নাম না করে মোদিকে কটাক্ষ মমতার

বাংলাহান্ট ডেস্ক : উত্তপ্ত মণিপুর (Manipur)। এমন অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রায় প্রতিদিন জনসভা কিংবা রোড শো করছেন কর্নাটকে। সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদির নাম না করে প্রশ্ন করলেন, “এক ঘন্টার জন্যও যেতে পারল না? রোজ রোজ তো প্লেনে করে ঘুরে বেড়াচ্ছে, একদিন যেতেই পারতো!”

এরপর সাংবাদিকদের করা প্রশ্নের উত্তর দিতে গিয়ে মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, “কারোর নাম নিচ্ছি না আমি। কিন্তু মণিপুর তো ওদেরই রাজ্য। যেতে পারতো একবার….।” এরই সাথে মুখ্যমন্ত্রী বলেছেন, “বাংলা হলে কী করত? কথায় কথায় কেন্দ্রীয় টিম পাঠাচ্ছে। বাংলায় কেন্দ্রীয় দল ১৫১ বার চলে এসেছে।”

রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, মনিপুরের বিজেপি সরকার সে রাজ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ। কেন্দ্রীয় সরকার অবশেষে সংবিধানের ৩৫৫ ধারা বলবৎ করে নিজেদের হাতে সেখানকার আইন-শৃঙ্খলার ভার নিয়েছে। এমন অবস্থায় বিজেপির প্রধান লক্ষ্য কর্ণাটক বিধানসভায় জয় লাভ করা। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিজেপির ওপর তলা নেতারা বারংবার ছুটে যাচ্ছেন কর্নাটকে।

mamata 2

সেই প্রেক্ষাপট নিয়ে আজ মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, আগুন জ্বলছে মণিপুরে। এখানকার মানুষ ভুগছেন নিরাপত্তাহীনতায়। কিন্তু দিল্লির সরকারের কি সেই বিষয়ে আদৌ কোন ভ্রুক্ষেপ রয়েছে? আজ মুখ্যমন্ত্রী বলেন, মণিপুরে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছে। বিজেপি সরকার সেখানে জাতপাতের রাজনীতি নিয়ে খেলা করছিল। এটা একটা ম্যানমেড সমস্যা।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর