বউয়ের করোনা হয়েছে, আর ভাই বাইরে ঘুরছেন! বেজায় ধমক দিয়ে ঘরে থাকতে বললেন মুখ্যমন্ত্রী ‘দিদি’

বাংলাহান্ট ডেস্কঃ করোনায় আক্রান্ত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (r) ছোট ভাই কার্তিক বন্দ্যোপাধ্য়ায়ের স্ত্রী কাজরী বন্দ্যোপাধ্য়ায় (Kajari Banerjee)। সঙ্গে মুখ্যমন্ত্রীর ২ জন ড্রাইভারও। আর এই পরিস্থিতিতে ছোট ভাই বাইরে ঘুরে বেড়ানোয় তাঁকে বেজায় ধমক দিলেন দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকেই সর্বসমক্ষে ভাইকে ধমক দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বউয়ের করোনা হওয়া সত্ত্বেও, ছোটভাই বাবুন বাইরে ঘুরছিল। এটা নিয়ে আমি খুবই অফেন্ডেড। আমি ওকে ঘর থেকে বেরোতে বারণ করে দিয়েছি। বাড়িতে একজন করোনা আক্রান্ত, আর আমি ঘুরে বেড়াব! তা তো হয় না। সকলকেই আইসোলেশনে থাকতে হবে। চ্যারিটি বিগিনস অ্যাট হোম’।

Mamata today 1

বাড়তে থাকা করোনা পরিস্থিতি নিয়ে আরও বেশকিছু বিধিনিষেধ জারি করলেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘এখন বাড়তে থাকা সংক্রমণের মধ্যে বেশি মেলামেশা করা যাবে না। গ্লাভস, মাস্ক পরুন, ব্যবহার করুন স্যানিটাইজার। কেউ যদি করোনা বিধি অমান্য করে, মাস্ক ছাড়া ঘুরে বেড়ায়, তাহলে পুলিশকে আরও বেশি কড়া হতে হবে। এই বিধিনিষেধ মান্য না করলে, আরও কড়া বিধিনিষেধ আরোপ করা হবে’।

প্রসঙ্গত, শুক্রবার চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধনে ভার্চুয়ালি অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তবে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মানসুখ মান্ডব্য সেখানে সশরীরেই উপস্থিত থাকবেন। এবিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘কাল প্রধানমন্ত্রীর সঙ্গে আয়োজিত ভিডিও কনফারেন্সটা আমি কালীঘাটের বাড়ি থেকেই করব’। জানা গিয়েছে, এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ভার্চুয়ালি অংশ নেবেন।

Smita Hari

সম্পর্কিত খবর