বাংলাহান্ট ডেস্কঃ পুলিশের উপর থেকে আস্থা হারাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (mamata banerjee)! নির্বাচনী আচরণবিধি কার্যকর হতেই রাজ্যের একাধিক পুলিশ অফিসারের বদলিও হয়ে চলেছে। এই নিয়ে রাজ্যের পুলিশের উপর ঘুরিয়ে আঙ্গুল তুললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
বারুইপুরের সভা থেকে থেক হুঙ্কার দিয়ে মমতা ব্যানার্জি বলেন, ‘পুলিশ নিরপেক্ষভাবে কাজ করুক- এটা আমি চাই। আপনাদের প্রমোশন হলেও, আমি খুশি হব। তবে চাইব, এবারের নির্বাচনে পুলিশের সঙ্গে ছেলেদের টক্কর নয়। বাংলায় মা বোনেরা এগিয়ে আসুন। পুলিশ দেখলেই শঙ্খ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে পাড়াকে সজাগ করে দেবেন। মা বোনেরা ভালো করে ছবি তুলে রাখবেন, ভালো করে দেখবেন- আদৌ তাঁরা পুলিশ কিনা। শুনছি বাংলার পুলিশের রূপ পালটে গিয়েছে, এবার নজর রাখব’।
এখানেই শেষ নয়, একাধিক জায়গার প্রচার সভা থেকে এই ভাবেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললে শোনা গেল তৃণমূলনেত্রীকে। তাঁর কথায়, ‘অসমে পুলিশ দিয়ে ভোট লুঠ করলেও, আমাদের বাংলায় এসব করতে দেব না। দিল্লী থেকে পুলিশ আসছে ভয় দেখাতে। মেয়েরা শাঁখ বাজিয়ে গ্রামের মানুষকে সতর্ক করে দেবেন। যাতে তাঁরা বুঝতে পারে, ওই পুলিশগুলো আসছে ভয় দেখাতে’।
তিনি আরও বলেন, ‘দিল্লী পুলিশের সঙ্গে যদি বাংলার পুলিশ আসে, তাহলে বুঝবেন পুলিশ পাড়ায় রেইড করতে আসছে। তখন শঙ্খধ্বনি, উলুধ্বনি দেবেন। ভোটের আগের ৪৮ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ সময়। ওই সময়ে ঘুমিয়ে না পড়ে সজাগ থাকবে। পুলিশ নিয়ে বাড়িতে ভয় দেখাতে গেলে, কিছু বলবেন না, শুধু ছবি তুলে রাখবেন’।