বাংলাহান্ট ডেস্ক : সময়ে অসময়ে উত্তরপ্রদেশ সরকারকে কটাক্ষবাণে বিঁধতে ছাড়েন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু এবার কার্যত যোগীর দেখানো পথেই হাঁটতে হচ্ছে রাজ্য সরকারকে। উত্তরপ্রদেশের মতোই এবার রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল পদে নিয়োগের জন্য নতুন নিয়ম আনতে চলেছে তৃণমূল সরকার। মঙ্গলবারই নতুন নিয়ম প্রণয়নের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে বলে খবর নবান্ন সূত্রে।
উত্তরপ্রদেশ মডেলেই ভরসা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)?
উল্লেখ্য, বর্তমানে প্রতিটি রাজ্যের ডিজি নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রের বড় ভূমিকা থাকে। ২০০৬ সালের প্রকাশ সিং মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, প্রতিটি রাজ্যের ডিজি নিয়োগের ক্ষেত্রে বর্তমান ডিজির অবসর গ্রহণের তিন মাস আগে শীর্ষ আইপিএস অফিসারদের একটি তালিকা পাঠাতে হয় ইউপিএসসিকে। সেই তালিকা থেকে তারপর কাটছাঁট করে ৩ জনের নাম নির্বাচন করে পাঠায় ইউপিএসসি। তাঁদের মধ্যে থেকে একজনকে চূড়ান্ত করা হয় নতুন ডিজি হিসেবে। কিন্তু গত বছরই এই নিয়মকে বাদ দিয়ে নতুন নিয়ম এনেছে যোগী সরকার।
ডিজি নিয়োগে নতুন নিয়ম নবান্নের: এই নিয়ম মতো উত্তরপ্রদেশ সরকারের অধীনেই একটি সিলেকশন কমিটি গঠন করা হয়, যারা নিয়োগ করবে নতুন ডিজি। কেন্দ্রকে তালিকা পাঠানোর কোনো ঝামেলা এক্ষেত্রে থাকছে না। এবার পশ্চিমবঙ্গ সরকারও একই পন্থা অবলম্বন করতে চলেছে বলে খবর। কিন্তু হঠাৎ উত্তরপ্রদেশ মডেল অনুসরণ করার প্রয়োজন পড়ল কেন? ওয়াকিবহাল মহল বলছে, রাজ্যের বর্তমান অস্থায়ী ডিজি রাজীব কুমারের অবসরের দিন এগিয়ে আসছে দেখেই তড়িঘড়ি নতুন নিয়ম খোঁজার জন্য উঠেপড়ে লেগেছে সরকার।
আরও পড়ুন : সাতদিন ধরে ২৩ জন মিলে গণধর্ষণ দ্বাদশ শ্রেণির তরুণীকে! উত্তরপ্রদেশের ঘটনায় ছড়াল চাঞ্চল্য
হঠাৎ কেন নতুন নিয়ম আনা হচ্ছে: স্থায়ী ডিজি পদে নিয়োগের জন্য রাজীব কুমারের নাম পাঠানো হলে তাতে কেন্দ্রের অনুমোদন যে মিলবে না, তেমনটাই আশঙ্কা করছে নবান্ন (Mamata Banerjee)। তাই এই নতুন নিয়মের শরণ, যেখানে রাজীব কুমারকে স্থায়ী ডিজি পদে নিয়োগ করা যেতে পারে। আর তিনিই যদি ফের স্থায়ী ডিজি হন তাহলে তাঁর পদে থাকার মেয়াদ বাড়বে আরো ২ বছর। সব দিক বিবেচনা করেই তাই রাজ্যের নতুন নিয়ম আনার সিদ্ধান্ত বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
আরো পড়ুন : SSC রায়ের জের! বাতিল হয়ে যাচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের সব খাতা? নতুন করে হবে পরীক্ষা? জানুন
উল্লেখ্য, ডিজি নিয়োগের ক্ষেত্রে যোগী রাজ্যের নতুন নিয়মে সিলেকশন কমিটিতে থাকেন ইউপিএসসির প্রতিনিধি, মুখ্যসচিব, একজন অবসর প্রাপ্ত ডিজি সহ মোট ৬ জন সদস্য। কমিটির নেতৃত্ব দেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি। যেমনটা জানা যাচ্ছে, আলাদা করে কোনো নতুন আইন গ্রহণ করা হয়নি নতুন নিয়মের ক্ষেত্রে। ১৮৬১ সালের ইন্ডিয়ান পুলিশ অ্যাক্টের ভিত্তিতেই তৈরি হয়েছে নতুন আইন।