লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন! শুক্রবার কালীঘাটে তৃণমূল নেতাদের নিয়ে বৈঠক মমতা-অভিষেকের

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন (Panchayat Vote)। ভোটের নিঘন্ট এখনও ঘোষণা হয়নি তবে তার আগেই পায়ের তলার জমি শক্ত করতে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। জোর প্রস্তুতি শাসকদল তৃণমূলে। পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে আজ দলের গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন তৃণমূল সর্বাধিনায়িকা মমতা বন্দ্যোপাধ‌্যায় (Mamata Banerjee)।

রাজ্যের সমস্ত বিধায়ক, জেলা সভাপতি ও জেলা পরিষদের সভাধিপতিদের নিয়ে শুক্রবার দুপুরে কালীঘাটের অফিসে এই বৈঠকে হতে চলেছে। গুরুত্বপূর্ণ এই দলীয় বৈঠকে উপস্থিত থাকবেন যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ‌্যায়ও। অন্যদিকে, এই বৈঠকের পরই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসবেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব (Akhilesh Yadav)।

mamata abhishek .

সপা প্রধান অখিলেশের সঙ্গে আজ মমতার বৈঠক যে বিশেষ তাৎপর্যপূর্ণ তা বলার অবকাশ রাখে না। মোদীকে পরাজিত করতে বৃহত্তম দুই রাজ্যের দুই প্রধান মমতা-অখিলেশ একজোট হয়েছেন। শক্তিশালী এই জোটে আরও আঞ্চলিক দলও যোগ দেবে বলেই ধরা হচ্ছে। যাদবের সঙ্গে আজকের বৈঠকে থাকবেন দলের সর্বভারতীয় সহ-সভাপতি তথা বাংলার প্রাক্তন মন্ত্রী কিরণ্ময় নন্দ।

মমতা ও অখিলেশের এই বৈঠকের প্রেক্ষিতে কংগ্রেসকে সরাসরি আক্রমন করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, “অখিলেশ ও মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্ক যথেষ্ট ভাল। দুই জাতীয় স্তরের নেতা। স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ণ বৈঠক।” তোপ দেগে বলেন, “কংগ্রেস নিজে কিছু করতে পারবে না জেনেই অন্য সম্ভাবনাময় বিজেপি-বিরোধী দলগুলোকে বিব্রত করছে। রাজ্যে রাজ্যে অবিজেপি দলগুলির ক্ষতি করছে কংগ্রেস।” পাশাপাশি বাংলায় কংগ্রেসের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

অন্যদিকে, বিগত কিছুমাস ধরে একের পর এক দুর্নীতির ইস্যু সামনে আসায় রীতিমতো নাজেহাল রাজ্যের শাসকদল। এই টালমাটাল অবস্থাকে সামাল দিতে ভোটপূর্বে ইতিমধ্যেই নানা কর্মসূচী গ্রহণ করে মানুষের কাছে পৌঁছতে চাইছে তৃণমূল। দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছেছেন দলের নেতা মন্ত্রীরা। এবার দলের বিধায়ক ও জেলা সভাপতিদের ডেকে ভোট পূর্বে কোন বার্তা দেয় সেটাই দেখার বিষয়।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর