যারা কেশপুর আর কঙ্কালকাণ্ডের সাথে জড়িত, তারাই আজ বিজেপির বড় রক্ষক! রাম, বামকে একসাথে আক্রমণ মমতার

বাংলা হান্ট ডেস্কঃ শুভেন্দুর (Suvendu Adhikari) গড়ে গিয়ে আজ সভা করলেন তৃণমূল (All India Trinamool Congress) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখান থেকে নিজের মাইকের সামনে নানান প্রকারের শাক-সব্জি আর ধান রেখে বক্তব্য শুরু করেন তিনি। প্রধানত দিল্লীতে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়াতেই নিজের সামনে শাক-সব্জি আর ধান রাখেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি নবান্নের ধান ছুঁয়ে কৃষকদের পাশে থাকার বার্তা দেন তিনি।

mamata banerjee at medinipur

তিনি নবান্নের ধান ছুঁয়ে শপথ নিয়ে বলেন, কৃষকদের পাশে ছিলাম, আছি আর থাকব। তিনি সভা থেকে বলেন, অনেকেই সভায় আসতে পারেন নি, তাঁরা সবাই বাইরে দাঁড়িয়ে আছেন। তিনি বলেন আমি সিঙ্গুর, নন্দীগ্রাম কিছুই ভুলিনি। সভা থেকে আগামীকালের কৃষকদের ডাকা বন্ধকেও সমর্থন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এও জানান যে, আগামীকাল তৃণমূলের পক্ষ থেকে ব্লকে ব্লকে আন্দোলন করা হবে।

নাম না করে বিজেপি ও সিপিএমকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কঙ্কালকাণ্ড, কেশপুরে যারা তাণ্ডব চালিয়েছে, আজ তারাই বিজেপির বড় রক্ষক। তিনি বলেন, সিপিএম রক্ষক, বিজেপি ভক্ষক আর কংগ্রেস তক্ষক। বিরোধী রাজনৈতিক দলগুলো কটাক্ষ করে তিনি, এরা বাংলা শাসন করবে? আমরা বহিরাগতদের হাতে বাংলাকে তুলে দেবো না।

তিনি বলেন, বহিরাগতরা বাংলায় এসেছে, টাকা বিলি করছে, কিন্তু এরা কোনদিনও তৃণমূলকে কিনতে পারবে না। পিএম কেয়ার্স ফান্ড নিয়ে বিজেপিকে কটাক্ষ করে বলেন, ওঁরা পিএম কেয়ার্স ফান্ডের টাকা নিয়ে মুখ খুলছে না, আবার আমাদের কাছে তথ্য চাইছে। তিনি বলেন, সংবাদমাধ্যমে কি খবর চলবে সেটাও এখন ঠিক করে দিচ্ছে বিজেপি।


Koushik Dutta

সম্পর্কিত খবর