কলকাতা থেকে ‘বস্তি’ তুলে দাও! মেয়র ফিরহাদকে বড় নির্দেশ মমতার

বাংলা হান্ট ডেস্ক: ‘বস্তি’ নামে আপত্তি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কলকাতা (Kolkata) শহরে আর ‘বস্তি’ (Slum) নামের কিছু রাখতে চাইছেন না তিনি। বদলে নতুন নামকরণ করলেন মুখ্যমন্ত্রী।

তৃতীয়ার বিকেলে ভার্চুয়ালি কলকাতা বেশ কয়েকটি পুজো প্যান্ডেল (Puja Pandel) উদ্বোধন করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তালিকায় ছিল আলিপুরের আমরা সকল পল্লি সমিতিও। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তখন ফিরহাদ মমতাকে বলেন, ‘এই বস্তিটা চেতলার মধ্যে অন্যতম বড় লিড দেয়। এরা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কিছু জানেন না।’

তখনই ফিরহাদকে থামান মমতা। তখনই তিনি কলকাতার মেয়রের কাছে জানতে চান ওই এলাকার সকলে ঠিকা-স্বত্ব পেয়েছেন কি না। মেয়র জানান, সকলেই পেয়ে গিয়েছেন। এরপরই মুখ্যমন্ত্রী বলেন, ‘ঠিকা-স্বত্ব পেয়ে গেলে তো নিজেদের জায়গা। এটাকে বস্তি বলবে না। এটা আমার মাটির কুটির, আমার ভালবাসার জায়গা, মায়ের আঁচল। বস্তি বলে কিছু হয় না। বস্তি কথাটা তুলে দাও।’ মমতা আরও বলেন, ‘প্রয়াস বা এই জাতীয় কিছু নাম দাও। কিংবা উত্তরণ।” তখন ফিরহাদ মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেন, তিনি যাতে একটি নাম ঠিক করে দেন। শেষে মমতা বস্তির বদলে ‘উত্তরণ’ শব্দটি ব্যবহারের জন্য বলেন।

মেয়রের উদ্দেশে মুখ্যমন্ত্রী বললেন, ‘বস্তি শব্দটি আর বলবে না।’ মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) নির্দেশের পর ফিরহাদ জানান, পুরনিগমে তিনি এই শব্দটি ঠিক করে নেবেন। মমতার প্রস্তাব, এগুলিকে যেন উত্তরণ-১, উত্তরণ-২, উত্তরণ-৩, এভাবে নামকরণ করে দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে খুশি ওই এলাকার বাসিন্দারা।


Monojit

সম্পর্কিত খবর